শিরোনাম :
খাগড়াছড়িতে খ্রিষ্টীয় নববর্ষ ২০২০ উদযাপন
নীলাপদ চাকমা || খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা সদর তেতুলতলায় বাংলাদেশ ট্রাইবাল এসোসিয়েশন অব ব্যাপ্টিস্ট চার্চে “চাকমা ইন্টার-ডিনোমিনেশনাল চার্চ ফোরাম”এর উদ্যেগে খ্রিষ্টীয় নববর্ষ ২০২০ উদযাপন করা হয় ৩ ডিসেম্বর ।
খ্রিস্টিয়ান ফেলোশীপ অব বাংলাদেশ সংস্থার জেলা পরিচালক পাস্টর সমিরণ চাকমার সঞ্চালনায় অতিথি বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, তবে বিশেষ কাজে অন্যত্র চলে যাওয়াতে অনুষ্ঠানে অংশগ্রহন করা সম্ভব হয়নি। প্রভুর বাণী নিয়ে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিটিএবিসি’র জেলা পরিচালক পাস্টর সুনীল বরন চাকমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেতুলতলা এলাকার বিশিষ্ট মুরুব্বী আয়তন চাকমা ও বিশিষ্ট সমাজ সেবক তরুণ আলো চাকমা প্রমুখ।
প্রার্থনার মাধ্যমে পুরো অনুষ্ঠানকে সমর্পণ করেন ব্যাপ্টিস্ট মিড মিশনের ডিস্ট্রিক পাস্টর জ্যোতিশ্বর চাকমা, এরপর চাকমা খ্রিষ্ট সংগীত থেকে পরপর দুটো গান পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রেসবিটেরিয়ান চার্চের ডিস্ট্রিক পাস্টর কিরন চাকমা। তিনি বলেন, বিগত ২০১৯ খ্রিষ্টাব্দে প্রত্যেকের জীবনে অনেক হতাশা, দুঃখ, যন্ত্রণা, মনোমালিন্য, হিংসা, শত্রুতাসহ সকল গ্লানি ভুলে গিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করতে হবে, চাকমা খ্রিষ্টীয় সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, নব উদ্যেগে ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য হাতে হাত রেখে নিজেকে উৎসর্গ করে মানব সেবায় অবদান রাখার আহবান জানান তিনি।
ঈশ্বরের বাণী নিয়ে কথা বলেন পাস্টর সুনীল বরণ চাকমা। এর আগে বক্তার জন্য বিশেষ প্রার্থনা করেন পাস্টর বিজয় বিকাশ চাকমা। পাস্টর সুনীল গীতসংহীতা পুস্তকের ১০৩ অধ্যায়ের ১-১৮পদ উপস্থিত সকলের সামনে তুলে ধরেন-‘যারা ঈশ্বরের ব্যবস্থা মেনে চলে আর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে, তাদের উপর তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততা চিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।’ তিনি আরো বলেন, বিগত বছর আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের অনেক আশীর্বাদ রয়েছে, সেইজন্য আমরা প্রত্যেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও আনন্দের সঙ্গে ২০২০খ্রিঃ নতুন বছরকে স্বাগতম জানিয়ে বরণ করি। এই বছরটি যেন প্রত্যেকের জীবনে মঙ্গলের বছর হয়, আশীর্বাদের বছর হয়, খ্রিস্টের নামে সকলের সাথে একতাবদ্ধ হয়ে নতুন মানুষ হয়ে ওঠার চেষ্টা করি এবং স্থায়ী শান্তির অনুসন্ধান করি, কেননা ঐক্যই হলো শান্তি।
তেতুলতলা এলাকার বিশিষ্ট মুরুব্বী ও সমাজ সেবক তরুন আলো চাকমা ও আয়তন চাকমা বলেন, চাকমা খ্রিস্টিয়ানদের যেকোন প্রোগ্রামে অংশগ্রহন করে সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগীতা করেছিল এবং ভবিষ্যতেও করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন-বিটিএবিসি, পিসিবি, বিপিসি, বিবিসিএফ, সিএফবি, বিসিসি, বিএমএম, ক্যথলিক চার্চ, পেন্টিকোষ্টাল, গ্রেস ব্যাপ্টিস্ট চার্চ সহ প্রায় ২৫০জন। এরপর জাতির জন্য, সমগ্র খ্রিস্টিয় সমাজের জন্য, দেশের জন্য, বিশ্ববাসীর জন্য সকলের মুখ সরূপ হয়ে বিশেষ প্রার্থনা করেন বিবিসিএফ এর ডিস্ট্রিক পাস্টর কিরণ উদয় চাকমা। শেষ প্রার্থনা ও আশীর্বচন প্রদান করেন পাস্টর সুনীল বরণ চাকমা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন স্নেহা চাকমা ও প্রফেসি চাকমা। বেলা ১টায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।