ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে চাকমা ভাষা স্কুল উদ্বোধন

খাগড়াছড়িতে চাকমা ভাষা স্কুল উদ্বোধন

0
825

মঙ্গলবার খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় বাবুছড়া ইউনিয়নের দুর্গম জনপদ শুকনাছড়ি গ্রামে চাকমা ভাষা শিক্ষা স্কুল উদ্বোধন করা হয়েছে।

কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার অর্থায়নে যুব ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এই স্কুলটি প্রতিষ্ঠা হয়।

প্রজ্ঞা তাপস চাকমার স্ত্রী রূপা চাকমা এই বিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন।

স্কুল উদ্বোধনকালে চাকমা ভাষা লেখক ইনজেপ চাকমা, কেবি দেবাশীষ, যুব ঐক্য পরিষদের সভাপতি অরেন্স চাকমা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকনাছড়ি গ্রামের গ্রাম প্রধান পূর্ণ সাধন চাকমা।

এই বিদ্যালয়ের শিশুরা ছাড়াও বড়রাও চাকমা ভাষা বর্ণমালাগুলো শিখতে পারবে।

রূপা চাকমা ডিসি নিউজকে জানান, তাদের স্বামী-স্ত্রীর উদ্যোগে যুব ঐক্য পরিষদের সহযোগীতায় এই চাকমা ভাষা শেখার স্কুল স্থাপিত হলো। তাদের ইচ্ছা, তারা চাকমা ভাষা শেখার একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠা করবে।

এ সময় শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বক্ম, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন যুব ঐক্য পরিষদের সদস্যরা।