ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

0
279

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সদরের পানছড়ি বাজারে রণি ত্রিপুরা নামে এক জেএসএস (এমএন লারমা গ্রুপ) কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পানছড়ি বাজারের শুকতারা হোটেলের পাশে এ ঘটনা ঘটে। নিহতের কোমরে গুলিবিদ্ধ হয়। জেএসএস এমএন লারমা সমর্থিত কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা-নিহত রণি ত্রিপুরা তাদের কর্মী বলে দাবী করে এ হত্যাকান্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন। তবে এ হত্যাকান্ডের দায় অস্বীকার করেছে ইউপিডিএফ(ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট)। নিহত রণি ত্রিপুরা পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার মৃত মণিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি বাজারে রণি ত্রিপুরা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশ আহত রণি ত্রিপুরাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে তিনি জানান।