ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে জেলা উন্নয়ন সমন্বয় সভা, শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনের নির্দেশ

খাগড়াছড়িতে জেলা উন্নয়ন সমন্বয় সভা, শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনের নির্দেশ

0
465

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, খাগড়াছড়ি জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সাথে পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে উন্নয়ন কর্মকান্ডগুলো সমন্বয় রেখে কাজ সম্পাদন করা হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় সন্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এসব কথা বলেন।

জেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে সকল উপজেলার দপ্তর প্রধানদের সংশ্লিষ্ট কাজের পরিদর্শন এর সময় পাশের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করে বিদ্যালয়ের উন্নয়নের দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে শিক্ষা কাজের তদারকি করার আহ্বান জানান।

উক্ত সভায় পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন মোঃ ইদ্রিস মিঞ্চা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবুল হাশেম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা(কার্বারী), দিঘীনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ কাশেম, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এ হস্তান্তরিত বিভাগে সংশ্লিষ্ট দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তারা এপ্রিল ও মে দুই মাসের উন্নয়নের প্রতিবেদন উপস্থাপন করেন।