ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৩ জানুয়ারী ২০২৫
বাংলা : ৯ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে নার্স দিবস পালিত

খাগড়াছড়িতে নার্স দিবস পালিত

0
363

‘সবার জন্য স্বাস্থ্য অর্জনে সোচ্চার’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

১২ মে রবিবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ক্যাম্পাসের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে হাসপাতাল মিলনায়তন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পাবলিক হেলথ্ নার্সিং কর্মকর্তা রোকেয়া বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জয়া চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জয়া চাকমা বলেন, রোগিদের সেবা দিতে গেলে যেমনি ডাক্তার প্রয়োজন তার সাথে নার্সের গুরুত্বও অনেক বেশি। সরকার নার্সদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।’

রোগিদের সেবায় নার্সরা সবসময় পাশে আছে এবং থাকবে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরা, ডা. রাজেন্দ্র ত্রিপুরা, ডা. সুবল জ্যোতি চাকমা, ডা. অনুতোষ চাকমা, নার্সিং সুপারভাইজার জোরান মনি চাকমা প্রমুখ।