ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ  খাগড়াছড়িতে “প্রেরিত শিষ্য সাধু যোহনের গীর্জার” শুভ উদ্বোধন

 খাগড়াছড়িতে “প্রেরিত শিষ্য সাধু যোহনের গীর্জার” শুভ উদ্বোধন

0
457

১৫ই জুন, ২০১৮ তারিখে খাগড়াছড়িতে “প্রেরিত শিষ্য সাধু যোহনের গীর্জার” শুভ উদ্বোধন করলেন চ্ট্টগ্রাম মহা ধর্ম প্রদেশের আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি।

দুপুর ১২টায় আর্চ বিশপ মহোদয় এবং ১১জন যাজক পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ধর্মপল্লীর প্রায় ৩৫০জন খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন।

খ্রীষ্টযাগের উপদেশে আর্চ বিশপ মহোদয় বলেন, “গীর্জা হলো ঈশ্বরের পবিত্র মন্দির। মন্ডলীর প্রানকেন্দ্র, খ্রীষ্টভক্তদের মিলনমেলা, খ্রীষ্টভক্তদের বিশ্বাসের উৎসস্থল”। তিনি স্থানীয় খ্রীষ্টভক্তদের বিশ্বাসে অটল থাকার আহ্বান জানান।

সাধু যোহনের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার মাইকেল রায় জানান, “খাগড়াছড়ি ধর্মপল্লীর কাথলিকগণের বিশ্বাস অক্ষুন্ন রাখতে আমাদের পালকীয় সেবা ও বানী প্রচার অব্যাহত রয়েছে। তবে গ্রামগুলোর দূরত্ব ও দূর্গমতার কারনে কিছুটা অসুবিধা হচ্ছে। আগে গীর্জাঘর ছিলনা, আশা করি ভবিষ্যতে এ গীর্জাঘর খ্রীষ্টভক্তদের বিশ্বাসের কেন্দ্রস্থলে পরিনত হবে”।

ধর্মপল্লীর খ্রীষ্টভক্ত এডিসন চাকমা গীর্জা  উদ্বোধনে অন্যান্যদের মতই আনন্দিত। উচ্ছাস প্রকাশ করে তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত, ঈশ্বরের এ পবিত্র মন্দির আমাদের আধ্যাত্মিকভাবে বলীয়ান করবে, পরষ্পরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে।

খাগড়াছড়ি সদর, পানছড়ি, মাটিরাঙ্গা ও দীঘিনালা  এ ৪টি উপজেলার প্রায় ৮৫০জন খ্রীষ্টভক্তের মধ্যে আধ্যাত্মিক সেবা অব্যাহত রয়েছে বলে জানার পাল পরোহিত ফাদার মাইকেল রায়।

আরবি.আরপি