ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবসের র‌্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবসের র‌্যালি ও আলোচনা সভা

0
317

৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসে খাগড়াছড়ি জেলা ইউনিটের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় খাগড়াছড়ি সরকারী হাই স্কুল মাঠ সংলগ্ন রেড ক্রিসেন্ট অফিস থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম জেলা প্রশাসক, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ার‌ম্যান অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ নুরুন্নবী চৌধুরী প্রমূখ।

বক্তারা রেড ক্রিসেন্টের নানা কর্মকান্ডের প্রশংসা করে বলেন, প্রতিটি মানবিক কর্মকান্ডে স্ব-উদ্যেগে যেভাবে ঝাঁপিয়ে পড়েন তাতেই প্রমাণ হয় রেড ক্রিসেন্টের আন্তরিকতার ঘাড়তি নেই। সেই সাথে রেড ক্রিসেন্ট সংস্থা দেশের প্রতিটি বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সকলের মূখে হাঁসি ফুটাতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।  রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর ১৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার আত্মজীবনী তুলে ধরে তার প্রতি সন্মান প্রদর্শন করা হয়।