ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে মাদকদ্রব্যের পাচারবিরোধী দিবস পালিত

খাগড়াছড়িতে মাদকদ্রব্যের পাচারবিরোধী দিবস পালিত

0
339

সুস্বাস্থ্যের সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের টাউন হলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শাপলা চত্তর ঘুরে এসে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজ সেবা উপ-পরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিব উল্লাহ্ মারুফ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোঃ ইদ্রিস মিঞা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়তে হবে। অবৈধ ক্রয়-বিক্রয় ও পাচার বা চোরাচালান দৃষ্টিগোচর হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা যাবে।’