ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের নতুন কমিটি গঠিত

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের নতুন কমিটি গঠিত

0
4244

ডিসিনিউজ || ঢাকা
সরকারি প্রতিষ্ঠান খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এই বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। যারা আগামী তিন বছরের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন:
(ক) ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ- চেয়ারম্যান (পদাধিকার বলে)
(খ) জুয়েল আরেং, মাননীয় সংসদ সদস্য-১৪৬, ময়মনসিংহ-১, সিনিয়র ভাইস চেয়ারম্যান
(গ) অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, মাননীয় সংসদ সদস্য- ৩৩০, মহিলা আসন- ৩০, সিনিয়র ভাইস চেয়ারম্যান
(ঘ) নূরুল ইসলাম, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সদস্য
ট্রাস্টি :
১. ড. নমিতা হালদার, এনডিসি, (সাবেক সচিব), ভাইস- চেয়ারম্যান
২. ডঃ বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, সদস্য
৩. নির্মল রোজারিও, সদস্য
৪. উপাধক্ষ্য রেমন্ড আরেং, সদস্য
৫. বাবু মার্কুজ গমেজ, সদস্য
৬. জেমস সুব্রত হাজরা, সদস্য
৭. উইলিয়াম প্রলয় সমদ্দার, সদস্য
৮. মি. পিউস কস্তা, সদস্য