ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক গত বছর ২৯ জন মিশনারী নিহত হয়েছেন

গত বছর ২৯ জন মিশনারী নিহত হয়েছেন

0
489

ডেস্ক:

ভাটিকানের সংবাদ সংস্থা ফিদেস বলছে, ২০১৯ খ্রিষ্টাব্দে সারা বিশে^ ২৯ জন মিশনারী নিহত হয়েছেন। সংবাদ সংস্থাটির মতে, যাঁরাই খ্রিষ্টান, বাপ্তিস্ম সংস্কার গ্রহণ করেছেন, তাঁরাই ‘মিশনারী’। গত বছর সারা বিশে^ ২৯ জন বাপ্তিস্মপ্রাপ্ত ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন যাজক, ১ জন স্থায়ী ডিকন, ২ জন ব্রাদার, ২ জন সিস্টার ও ৬ জন খ্রিষ্টভক্ত।
৮ বছরের মধ্যে গত বছর তুলনামূলক বেশি মিশনারী আমেরিকায় নিহত হয়েছেন। সবচেয়ে বেশি মিশনারী নিহত হয়েছেন আফ্রিকায়। তাদের মধ্যে রয়েছেন ১২ জন যাজক, ১ জন ব্রাদার, ১ জন সিস্টার ও ১ জন নারী খ্রিষ্টভক্ত।