ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গভীর শ্রদ্ধায় সমাহিত হলেন বিশপ বিডি মন্ডল

গভীর শ্রদ্ধায় সমাহিত হলেন বিশপ বিডি মন্ডল

0
473

ঢাকার ওয়ারী খ্রিষ্টান কবরস্থানে চার্চ অব বাংলাদেশের অবসরপ্রাপ্ত বিশপ বার্ণাবা দ্বিজেন মন্ডলের মরদেহ গভীর শ্রদ্ধা ও ভালবাসায় সমাহিত করা হয়েছে।

বিশপ বার্ণাবা দ্বিজেন যিনি বিশপ বিডি মন্ডল নামেই বেশি পরিচিত ছিলেন। স্বাধীনতার পর চার্চ অব বাংলাদেশের প্রথম বাঙালি বিশপ ও মডারেটর ছিলেন।

৩০ জুন (রোববার) তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের বিশপ ও মডারেটর বিশপ স্যামুয়েল সুলীন মানখিন, কাথলিক আর্চডায়োসিস ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনর প্রেসিডেন্ট নির্মল রোজারিও, চার্চ অব বাংলাদেশের কুষ্টিয়া ডায়োসিসের বিশপ হেমেন হালদার ও বরিশাল ডায়োসিসের বিশপ সৌরভ ফলিয়া, খ্রিষ্টান সমাজের ৫০০ জন গণ্যমান্য ব্যক্তি।

চার্চ অব বাংলাদেশের সেন্ট থমাস কাথিড্রালে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিশপ স্যামুয়েল সুনীল মানখিন বলেন, ‘বিশপ বিডি মন্ডল ছিলেন আমাদের আদর্শ। তিনি ছিলেন আমাদের অভিভাবক। তিনি তাঁর কর্ম দিয়ে তা প্রমাণ করেছেন।’

তিনি আরো বলেন, ‘বিশপ বিডি মন্ডল যেমন ছিলেন একজন আধ্যাত্মিক মানুষ, তেমনি ছিলেন কর্মবীর। তাঁর অবদানের ফলেই চার্চ অব বাংলাদেশ আজ সমৃদ্ধ। তিনি না থাকলে হয়তো চার্চ অব বাংলাদেশে আমরা অনেকেই আজ এই পর্যায়ে আসতে পারতাম না’।

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি কাথলিক চার্চের পক্ষে বিশপ বিডি মন্ডলকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বলেন, ‘বিশপ বিডি মন্ডল ছিলেন আমার বন্ধু মানুষ। প্রায়ই তিনি আমাকে ফোন দিতেন, বিভিন্ন কাজে সহযোগিতা চাইতেন, আমি বন্ধুর মতো তাঁকে সেই কাজগুলো সমাধান দেওয়ার চেষ্টা করতাম। তিনি সত্যি একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন।’

কার্ডিনাল মহোদয় উল্লেখ করেন যে বিশপ বিডি মন্ডলের সাথে সব চার্চেরই সাথে বন্ধুত্ব ছিল।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। তিনি বলেন, ‘আমরা উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি। উনার মৃত্যুতে আমরা একজন উত্তম মেষপালককে হারিয়েছি। উনার মতো ব্যক্তি আমাদের সমাজে খুব প্রয়োজন।’

গতকাল মিরপুর ও সদরঘাটে দুটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শত শত ব্যক্তি তাঁর মরদেহের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান।

আজ বিকালে নারিন্দা খ্রিষ্টান কবরস্থানে বিশপ বিডি মন্ডলের পিতা-মাতার কবরস্থানের পাশে তাঁর মরদেহ সমাধিস্থ করা হয়।