শিরোনাম :
গভীর শ্রদ্ধায় স্মরণ ফাদার চার্লস জে ইয়াংকে
|| ডিসিনিউজ ||
গভীর শ্রদ্ধায় পালন করা হলো ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে ইয়াং সিএসসি-এর ৩১তম মৃত্যু বার্ষির্কী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকার তেজগাঁও গির্জায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। এতে ঢাকা ক্রেডিট, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর কর্মকর্তাসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সদস্য, কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও গির্জার পাল-পুরোহিত সুব্রত বি গমেজ। তিনি উপদেশ বাণীতে ফাদার চার্লসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ফাদার চার্লস ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করে এ দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর আদর্শ আমাদের জীবনে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলা উচিত।’
তিনি আরো বলেন, ‘ফাদার চার্লস জে ইয়াং-এর উক্তি ‘ক্রেডিট ইউনিয়নে অসৎ ব্যক্তির কোন স্থান নেই’। এটি আমার খুব প্রিয় উক্তি। আমি মনে করি অসততা শুধু ক্রেডিট ইউনিয়নে নয়, কোন জায়গায় থাকা উচিত না। ফাদার চার্লস জে ইয়াং এ সততার নীতি আমাদের সারা জীবন চর্চা করা উচিত। পাল-পুরোহিত গমেজ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করে এর সকল প্রকল্পের কার্যক্রমের ব্যাখ্যা করেন।
পবিত্র খ্রিষ্টযাগের শুরুতে ফাদার চার্লস জে ইয়াং-এর প্রতিকৃতিতে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। তিনি বলেন, ‘আমি ঢাকা ক্রেডিটের ৪০ হাজার সদস্যের পক্ষে সমিতির প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে ইয়াং-এর প্রতি শ্রদ্ধা জানাই। আমি মনে করি ফাদার চার্লস জে ইয়াং ঈশ্বরের বিশেষ উপহার হিসেবে এ দেশে এসেছিলেন। আমাদের উচিত ফাদার চার্লসের আদর্শ অনুসরণ করা।’
পবিত্র খ্রিষ্টযাগের পর তেজগাঁও গির্জার পাশে অবস্থিত ফাদার চার্লসের কবরে প্রার্থনা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড এ চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘আজ ফাদার চার্লসের মৃত্যু বার্ষিকীতে আমরা খুব ব্যথিত। আজকের দিনে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তিনি এদেশে প্রথম ক্রেডিট ইউনিয়ন গঠন করেছিলেন। তাঁর অবদান আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি যে বৃক্ষটি রোপণ করেছিলেন, সেই বৃক্ষটি আজ ফুলে-ফলে পরিপূর্ণ হয়েছে। আমরা সেই বৃক্ষের পরিচর্চা করার জন্য মালি হিসেবে সেবায় নিয়োজিত। মালি হিসেবে আমরা যেন সততার সাথে দায়িত্ব পালন করি, তাহলে ফাদার চার্লস জে ইয়াং-এর স্বপ্ন পূরণ হবে।’ তিনি ফাদার চার্লস জে ইয়াং-এর আদর্শ অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেন।
কবরস্থানে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, কর্মী ও শোভানুধ্যায়ীগণ।
আমেরিকায় জন্মগ্রহণকারী হলি ক্রস মিশনারী ফাদার চার্লস জে ইয়াং ১৯৮৮ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর ৮৪ বছর বয়সে মটরসাইকেল চালানো অবস্থায় জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় মারা যান।
১৯৫৫ খ্রিষ্টাব্দে ৩ জুলাই তিনি ৫০ জন সদস্য ও মাত্র ২৫ টাকা মূলধন নিয়ে পুরানো ঢাকার লক্ষ্মীবাজারে ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেন যা দেশের খ্রিষ্টানদের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে।
ঢাকা ক্রেডিট দেশের সর্ব বৃহৎ সমবায় প্রতিষ্ঠান। এখানে রয়েছে ৪২ হাজারের বেশি সদস্য। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল, সমবায় বাজারসহ মোট ৭৫টি প্রডাক্ট ও সামাজিক প্রকল্প।
ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশন আজ সমিতির প্রধান কেন্দ্রে সন্ধ্যা ৬টায় বি কে গুড কনফারেন্স হলে শুভ উদ্বোধন করা হবে। এতে সমিতির সদস্য, কর্মকর্তা ও কর্মী ও সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।
[wp1s id=”10356″]