ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গাজীপুরে খ্রিষ্টান যুবক নিখোঁজ

গাজীপুরে খ্রিষ্টান যুবক নিখোঁজ

0
3721

ডিসিনিউজ:
গাজীপুরের কালীগঞ্জের দড়িপাড়ার খ্রিষ্টান যুবক অলড্রিন যোসেফ রোজারিওকে (২০) খোঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা পলাশ রোজারিও (৫০) আজ সন্ধ্যায় ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, অলড্রিন টঙ্গির তুরাগ নার্সিং কলেজ হতে ডিপ্লোমা শেষে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন। আজ সকাল ছয়টায় দড়িপাড়া থেকে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্দেশে বের হন। তিনি প্রতিদিন হাসপাতালে পৌঁছে ফোন দেন। কিন্তু আজ ফোন করেননি। বিকালের দিকে পরিবারের সদস্যরা তাকে ফোনে পাচ্ছেন না। এদিকে কুর্মিটোলা হাসপাতালে ফোন করে তারা জানতে পেরেছেন, অলড্রিন সেখানে যাননি।
ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় চরম দুঃশ্চিন্তায় সময় পার করছেন তার বাবা পলাশ রোজারিও ও মা চন্দনা পিউরীফিকেশন। তারা আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন হাসপাতালে ছেলের সন্তান করছেন।
অলড্রিনরা দুই ভাই। তার বাবার দড়িপাড়া গ্রামে একটি মুদির দোকান রয়েছে।