ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট গাজীপুরে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণকার্যক্রম (ভিডিও)

গাজীপুরে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণকার্যক্রম (ভিডিও)

0
443
১৬ আগস্ট গাজীপুরের ভাদুনে সকাল ১০টায় এবং পাগারে বিকাল ৩টায় ত্রাণ বিরতণ করা হয়।

ডিসিনিউজ ।। গাজীপুর

গাজীপুরে দুস্থদের মাঝে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

১৬ আগস্ট গাজীপুরের ভাদুনে সকাল ১০টায় এবং পাগারে বিকাল ৩টায় ত্রাণ বিরতণ করা হয়।

ভাদুনে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন ফাউন্ডেশনের সদস্য রতন পিটার কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ভাদুন গির্জার পাল-পুরোহিত প্রলয় ক্রুশ, হারবাইদ ক্রেডিটের চেয়ারম্যান পবিত্র এফ. কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা অরুণ বার্নার্ড ডি’কস্তাসহ আরও অনেকে। এ দিন ভাদুনে ৬৮টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিকাল ৩টায় পাগারে ফাউন্ডেশনের সদস্য ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে ১০২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিকাল ৩টায় পাগারে ফাউন্ডেশনের সদস্য ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে ১০২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য রতন পিটার কোড়াইয়া, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, পাগার ধর্মপল্লীর পাল-পুরোহিত জেভিয়ার পিউরীফিকেশন, পাগার ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান বাবু বাবলু রোজারিও, সেক্রেটারি কাঞ্চন বাড়ৈ, মাউসাইদ মাল্টিপারপাস ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান চন্দন কোড়াইয়া, এরশাদনগরের ত্রাণ প্রতিনিধি সুবোধ বাড়ৈসহ আরো অনেকে।

উল্লেখ্য একই দিন পাগার ও ভাদুন ধর্মপল্লীর পাল-পুরোহিতের কাছে কবরখোরকদের জন্য পিপি, হ্যান্ড স্যানিটারাইজ, মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

করোনা অতিমারি মোকাবেলা ও সাধারণ জনগণের পাশে থেকে এই দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত প্রসারণ করতে ফাদার চার্লস জে. ইয়ং ফাউন্ডেশন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যপণ্য ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের ত্বত্তাবধানে কয়েকটি ধাপে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

ভাদুনে ৬৮টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য দ্রব্য এবং ৫টি করে মানসম্পন্ন মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী। এ ছাড়াও অংশ হিসেবে ছিল করোনা ও ডেঙ্গু প্রতিরোধী ডাক্তারী পরামর্শ। তাছাড়া এর অংশ হিসেবে থাকবে অভিজ্ঞ ডাক্তারদের ফ্রি টেলিমেডিসিন সেবা। এ ছাড়াও বিভিন্ন চার্চের কবরখোরকদের জন্য প্রদান করা হয়েছে পিপি, হ্যান্ড স্যানিটারাইজ, মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী।

এই ত্রাণ কার্যক্রমের সবচেয়ে বড়ো অংশিদার হয়েছে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট। ফাউন্ডেশনটির মাধ্যমে ত্রাণ কার্যক্রমে প্রায় ৭৫ শতাংশ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা ক্রেডিট। এ ছাড়াও বিভিন্ন ক্রেডিট, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও অর্থ সহায়তার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।