শিরোনাম :
গিয়াসনগরে ‘শ্রীচুকের’ উদ্যোগে বিশেষ আলোচনা সভা
মৌলভীবাজারের আঁকাবাঁকা দূর্গম পাহাড়ের ভিতরে গিয়াসনগর পুঞ্জিতে শ্রীচুক গারো যুব সংঘঠনের (শ্রীমঙ্গল, চুনারুঘাট ও কমলগঞ্জ তিন উপজেলার সংঘঠন) উদ্যোগে গারোদের ওয়ানগালা বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বেলা ১২ টায় ২৭ মে (রবিবার) শ্রীমঙ্গল ধর্মপল্লীর-পুরোহিত ফা.নিকোলাস বাড়ৈর সভাপত্বিতে সভাটি অনুষ্ঠিত হয়। প্রথমেই আসন গ্রহন ও ছোট একটি সৃষ্ঠিকর্তার উদ্দেশে প্রার্থনার মধ্যদিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শ্রীচুক সংঘঠনের সভাপতি মি.পার্থ হাজং। তিনি প্রথমেই বলেন, এই সংঘঠন প্রায় পাঁচ বছর অতিক্রম করছে এবং প্রায় ৫৬০টি গারো পরিবার তিন উপজেলার গারোদেরকে নিয়ে কাজ করছে।
গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা কেমন হবে তা নিয়ে সবার আলোচনার প্রেক্ষিতে সম্ভাব্য তারিখ ১০-১১ই নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার বিলাসছড়াই অনুষ্ঠিত হবে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়ানগালা অনুষ্ঠানের বিষয়ের পাশাপাশি গারো সমাজের ও মাতব্বরের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। সেই সূত্র ধরেই গারোদের কেন্দ্রীয় মাতব্বরদের নিয়ে জরুরি মিটিং আগামী ১০ জুন (রবিবার) শ্রীমঙ্গল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হবে। সেই দিন গারোদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে বলে মনে করেন সবার সিদ্ধান্তে।
সভাই বিভিন্ন গ্রাম-পুঞ্জি থেকে মাতব্বররা মুক্ত আলোচনাই বিভিন্ন মত প্রকাশ করে।
আলোচনা সভাই শ্রীমঙ্গল ধর্মপল্লী থেকে পাল-পুরোহিত, একজন ব্রাদারসহ বিভিন্ন গ্রাম-পুঞ্জি থেকে গারো গ্রামের মাতব্বর, যুবক-যুবতি, ক্যাটিখিস্ত শিক্ষক-শিক্ষিকা ও স্হানীয় গ্রামের ব্যক্তিবর্গরা উপস্তিত ছিলেন।
আরবি.আরপি. ২৭ মে, ২০১৮