ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গোদাগাড়ীতে আদিবাসীর বাড়িতে হামলা-ভাংচুর ও আসবাবপত্র লুটপাট

গোদাগাড়ীতে আদিবাসীর বাড়িতে হামলা-ভাংচুর ও আসবাবপত্র লুটপাট

0
511

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসীর বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর, আসবাবপত্র লুটপাট করেছে সন্ত্রাসীরা।

সন্ত্রাসীরা জোরপূর্বক জবর দখল করার জন্য গত শুক্রবার উপজেলার মোহনপুর ইউনিয়নের আই হাই রাহী (ছোট) রাত ১২টার দিকে বাবরের নেতৃত্বে ১০/১২ দেশীয় অস্ত্র নিয়ে সাবিনা মুরমুর বাড়ীতে হামলা চালালে সাবিনা মুরমু বাধা দিতে গেলে তার উপড় চরাও হয়ে অকথ্য ভাষায় গালিগাজ করে এবং আদিবাসী পরিবারটিকে হত্যার হুমকি দেয়।

এ ব্যাপারে গত শনিবার গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভুগীরা। অভিযোগে মোহনপুর ইউনিয়নের আই হাই রাহী (ছোট) আসামীরা হল আব্দুস সালামের ছেলে বাবর আলী (৩৫), আনারুল ইসলামের ছেলে সারোয়ার বাবু (২৭), শুকদ্দীর ছেলে শামসুল (৩২), আলমের ছেলে আকবর আলী (৩৪), হোদার ছেলে সানাউল্লাহ (২৫), আজিজুর রহমানের ছেলে সোবহান (২৫) ও সাকিব, মমিন আলীর ছেলে মাসুদ(২২), কালাম হোসনের ছেলে সাজ্জাদ আলী (৩০), আলীর ছেলে জহির (৩০)।

সাবিনা মুরমু বলেন, রাতের আধারে আমার ঘরে ঢুকে বাক্সের তালা ভেঙ্গে জিনিসপত্রসহ নগদ পচিশ হাজার টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।’

থানায় অভিযোগ করার পরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন সাবিনা মুরমু।

জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ও অভিযোগ করে বলেন, আদিবাসীর বাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরও পুলিশ কোন ধরনের ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বলেন, আদিবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরবি. আরপি. ২৩ এপ্রিল, ২০১৮