ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রামের ভিকার জেনারেল হিসেবে নিযুক্ত হলেন ফাদার লেনার্ড সি. রিবেরু

চট্টগ্রামের ভিকার জেনারেল হিসেবে নিযুক্ত হলেন ফাদার লেনার্ড সি. রিবেরু

0
803

ম্যাগডেলিন ডি সিলভা || চট্টগ্রাম:

চট্টগ্রাম আর্চ বিশপ’স হাউজ থেকে ফাদার  লেনার্ড সি. রিবেরুকে  নবনিযুক্ত ভিকার জেনারেল হিসেবে ঘোষণা করেন চট্টগ্রাম আর্চ ডায়োসিসের মহামান্য আর্চবিশপ মজেস এম, কস্তা সিএসসি ২৩ মে।

ভিকার জেনারেল হিসেবে এ নিযুক্তি ২৪ মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

 এদিকে করোনা পরিস্থিতির কারণে হোম কোয়ারিন্টিন বা গৃহবন্দী অবস্থায় থাকা এবং প্রায় দুইমাস নিয়মিত খ্রীষ্টযাগ ও ডায়োসিসের অন্যান্য কর্মকান্ডে অংশ নিতে না পারার কারণে ব্যাপকভাবে এ সুসংবাদটি জানতে না পারলেও  চট্টগ্রাম আর্চ ডায়োসিসের ওয়েটসাইট থেকে এ সংবাদ  পড়ে অনেক খ্রিষ্টভক্ত তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ডায়োসিসের সুপরিচিত খ্রিষ্টভক্ত ও কারিতাসের কর্মকর্তা মিঃ এমরোজ গোমেজ ভিকার জেনারেল নিযুক্ত হওয়ায় ফাদার  লেনার্ড সি. রিবেরুকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ফাদারকে ভিকার জেনারেল হিসেবে পেয়ে। আশা করি তিনি তাঁর আধ্যাত্মিকতা  ও মেধা দিয়ে  এ দায়িত্ব পালন করবেন এবং ডায়োসিসকে আধ্যাত্মিক ও ধর্মীয় মূল্যবোধে আরও বলীয়ান করে তুলবেন।

ফাদার  লেনার্ড সি. রিবেরু ১৯৬৮ সনের ৪ফেব্রুয়ারী গাজীপুরের রাঙ্গামাটিয়া মিশনের প্রয়াত রাফায়েল রিবেরু ও প্রয়াত জোসেফিনা কোরাইয়ার ঘরে জন্মগ্রহণ করে। ২০০৩ সনে তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। তিনি চট্টগ্রাম ডায়োসিসের নোয়াখালী, দিয়াং, ক্যাথিড্রাল ও অন্যান্য প্যারিশে পাল পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন।