শিরোনাম :
চট্টগ্রামে জপমালার রাণীর কাথিড্রালে মা মারীয়ার পর্ব পালন
৩১ মে, মা মারীয়ার পর্বোৎসব এবং পুরো মে মাস মা মারীয়ার মাস। ভক্তজনেরা ভক্তি, শ্রদ্ধা ও হৃদয় উজাড় করা ভালবাসা দিয়ে নম্রচিত্তে সারা মাসব্যাপী প্রার্থনা করেছে রক্ষাকারীনি, করুনাময়ী মা মারীয়ার কাছে।
মে মাসের শেষ দিনে মা মারীয়ার পর্বোৎসবের দিন বিকেল ৫টায় মা মারীয়ার গ্রোটোর সামনে উন্মুক্ত স্থানে শুরু হয় জপমালা প্রার্থনা। প্রার্থনা শেষে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি।
খ্রীষ্টযাগ সহার্পণ করেন পাল পুরোহিত সুব্রত বনিফাস, ফাদার পঙ্কজ পেরেরা, ফাদারর গর্ডেন ডায়েস প্রমুখ।
খ্রিষ্টযাগের উপদেশে আর্চবিশপ বলেন, ‘মা মারীয়া যিশুর মা, তিনি আমাদের সকলের মা। তিনি মাতামন্ডলীর ধারক। আমাদের ত্রাণকর্তাকে শুধু দেহে ধারণ করেননি, তিনি প্রভুযিশুকে অন্তরে ধারণ করেছেন। মা মারীয়া নিয়ম সিন্দুকের ধারক, তিনি সন্ধি নিয়মের সিন্দুক, তাই জপমালা প্রার্থনায় আমরা মারীয়াকে ‘সন্ধি নিয়মের সিন্দুক’ বলে স্তব করি। মা মারীয়া আমাদের পরিবারের রক্ষাকারিনী।’
তিনি সকল পরিবারে প্রতিদিন জপমালা প্রার্থনা করার আহ্বান জানান।
উল্লেখ্য, মা মারীয়ার মাসে মা-মারিয়ার সেনাসংঘের সদস্যগণ নিয়মিত পরিবারে গিয়ে জপমালা প্রার্থনা পরিচালনা করেন।