ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চট্টগ্রামে ট্রেনের ছাদে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামে ট্রেনের ছাদে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
312

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ১২ থেকে ১৪ বছরের ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। আহত অন্য এক শিশুর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি ফেনী ষ্টেশন অতিক্রম  করার সময় ফুট ওভার ব্রিজের ধাক্কায় এ ঘটনা ঘটে। আহত শিশুটি আরও জানায় যে, তারা ৫ জন বিমানবন্দর ষ্টেশন থেকে ট্রেনের ছাদে ওঠে।

চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার জনাব আবু্ কালাম আজাদ বলেন,, “কিছু পথশিশু চলন্ত অবস্থায় ট্রেনের ছাদে উঠে যায়, এ অবস্থায় কিছুই করার থাকে না’।

তবে অনেকেই  এ ঘটনার জন্য ট্রেনের নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অবহেলা ও গাফিলতিকে দায়ী করেছেন।

এ ঘটনায় জেআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরবি.আরপি. ২৬ এপ্রিল, ২০১৮