শিরোনাম :
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রম উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় এ কা’র্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে উন্মোচিত হলো সম্ভাবনার নতুন দ্বার। প্রায় দশ হাজার কোটি টাকার এই টানে উপমহাদেশের কোনো নদীর তলদেশে প্রথম টানেল।
এরপর প্রধানমন্ত্রী নগরীর লালখান। বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত চার হাজার কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এ টানেলটি নয় হাজার আটশত আশি কোটি চল্লিশ লক্ষ টাকাে৭ ব্যয়ে নির্মিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা তিন হাজার নয়শত সাতষট্টি কোটি একুশ লক্ষ টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা পাঁচ হাজার নয়শত তের কোটি ঊনিশ লক্ষ টাকা। দু’টি টিউব সম্বলিত মূল টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার এবং টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৭২৭ মিটার ওভার ব্রিজ।
ইতোমধ্যে প্রকল্পটির ২৪ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মান সংশ্লিষ্টরা। ২০২০ সাল নাগাদ নির্মানকাজ শেষ হবে বলে জানান তাঁরা।
স্থানীয় জনগণ, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা টানেলের কাজ উদ্ধোধনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, এতে করে আনোয়ারা, পটিয়া, কক্সবাজারের সাথে যোগাযোগ সহজ হবে এবং যানজট সমস্যার সমাধান হবে। যোগাযোগ সহজ হলে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হবে।