শিরোনাম :
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী, আতঙ্কে নগরবাসী!
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
ইতোমধ্যে শণাক্ত হয়েছে আরো ৮জন ডেঙ্গু রোগী। গত শুক্রবার এই তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারের ৫জন, পার্কভিউ হাসপাতালে ১জন এবং রয়েল হাসপাতালে ২জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৪৯ জন।
সিভিল সার্জন আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে ১৫টি উপজেলা তদারকির জন্য চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নগরে অবস্থিত ৯টি আরবান ডিসপেনসারিতে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে। মশক নিধনে এবার ২কোটি টাকার ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, ১০ হাজার লিটার লার্ভিসাইড ছিটানো হবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, অল্প কয়দিনের মধ্যেই আক্রান্ত জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার চালু করা হবে।
উল্লেখ্য, কয়দিন টানা বৃষ্টিপাতের পর হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে চট্টগ্রামে। বিশেষ করে চলতি (জুলাই) মাসের মাঝামাঝি থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে।
এ নিয়ে মধ্য জুলাই থেকে গতকাল (২৭ জুলাই) পর্যন্ত নগরীতে ৪৯ জন রোগী পাওয়া গেছে। আর জানুয়ারি থেকে সবমিলিয়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। তবে চট্টগ্রাম বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৮ জন।
জুলাই মাসে চট্টগ্রামে হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এখনো রাজধানী ঢাকার মতো মহামারী বা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছ স্বাস্থ্য বিভাগ। সবাইকে ডেঙ্গু বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেয়া হয়।
ছবি: সংগৃহীত