ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নেতৃবৃন্দের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য...

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নেতৃবৃন্দের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

0
470

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি বাবু দীপঙ্কর তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নেতৃবৃন্দ।

১৫ মে, সকালে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নেতৃবৃন্দ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এই সৌজন্য সাক্ষাতে যান।

বাবু দীপঙ্কর প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার মাধ্যমে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছিলেন। প্রায় ২.৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার্চটির বাকি অসমাপ্ত নির্মাণ কাজের অগ্রগতি ও পুনরায় আর্থিক বরাদ্দ অনুমোদনের জন্য সহযোগিতা করার জন্য নেতৃবৃন্দরা তাকে অনুরোধ করেন।

খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার ভারপ্রাপ্ত পরিচালক ডা. প্রবীর খিয়াং, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের পালক রণজিৎ কুমার বাইনসহ আরো অনেকে এ সময় সাবেক প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দরা চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চটি আকর্ষণীয় সৌন্দর্য মন্ডিত ও দর্শনীয় আকারে নির্মাণ করা হবে বলে সাবেক প্রতিমন্ত্রী জানান।

সাবেক প্রতিমন্ত্রী এ ব্যাপারে সার্বিক সাহায্য সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন।

আরবি.আরপি.১৫ মে, ২০১৮