শিরোনাম :
চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চে শিশু দিবস পালন
‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ’ শ্লোগান নিয়ে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চে শিশু দিবস পালন করা হয়।
১০ জুন, শিশু দিবস এবং প্রথম পর্বে শিশুদের সান্ডেস্কুল বার্ষিকী পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া নিয়মিত উপস্থিতি ও যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদেরও পুরস্কৃত করা হয় ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার প্রদান করেন এবিসিএস সভাপতি বাবু বিপ্লব মারমা ও পালক এডউইন রানা বৈরাগী।
দ্বিতীয় পর্বে উপাসনা পরিচালনা করে সান্ডেস্কুল ছেলে-মেয়েরা। এ দিনের তাৎপর্য, আরাধনা গান শিশুরাই পরিচালনা করে। তৃতীয় পর্বে শিশুদের প্রদান করা চার্চে উপহার নিলামে বিক্রি করা হয়।
এই অর্থ শিশুদের বিভিন্ন ধর্মীয় কর্মকান্ডে ব্যবহার করা হবে।
আরবি.আরপি. ১১ জুন ২০১৮