শিরোনাম :
চলমান ঋণের পরিশোধিত অংশ পুনরায় ঋণ হিসেবে নেওয়ার সুযোগ
ডিসিনিউজ || ঢাকা
করোনা চলমান অবস্থায় অনেকে আর্থিক সংকটে পড়েছেন। অনেকের চাকরি নেই বা ব্যবসার অবস্থা খারাপ। অনেকের স্বামীর চাকরি আছে, স্ত্রীর চাকরি নেই বা স্ত্রীর চাকরি আছে স্বামীর চাকরি নেই। এই আর্থিক সংকট মোকাবিলায় অনেকে ঋণ করতে চাচ্ছেন। কিন্তু তিনি ইতিমধ্যে ঢাকা ক্রেডিট থেকে ঋণ গ্রহণ করেছেন। তাঁদের আর্থিক সংকট সমাধানে ঢাকা ক্রেডিট সদস্যদের নিকট নিয়ে এসেছে ঋণ রিফাইন্যান্সিং সুবিধা।
ঢাকা ক্রেডিটে যাদের ঋণ চলমান আছে এবং ঋণ নেওয়ার মেয়াদ এক বছর হয়েছে, তাঁরা চাইলে যে পরিমাণ ঋণ পরিশোধ করেছেন, তাঁরা সে পরিমাণ ঋণ পূণরায় নিতে পারবেন।
ধরুন আপনি ৪ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। নিয়মিত সেই ঋণের কিস্তি এক বছর বা তার অধিক সময় পরিশোধ করেছেন ১ লক্ষ টাকা। আপনি চাইলে ঋণ রিফ্যাইন্যান্সিং পদ্ধতিতে পূণরায় সেই ১ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। উক্ত ঋণপূর্বের নিধারিত কিস্তিতে পরিশোধ করতে হবে বা কিস্তির মেয়াদ বৃদ্ধি করেও পরিশোধ করা যাবে।
অর্থাৎ আপনি ঋণ থাকা অবস্থায়ই আবার ঋণ গ্রহণ করে প্রয়োজন মেটাতে সক্ষম হচ্ছেন। এই ঋণ সুবিধা নেওয়ার জন্য সদস্যদের নতুন ঋণের ফর্ম পূরণ করে আবেদন করতে হবে না।
নিচে এই ঋণ গ্রহণ করার নিয়মাবলী দেওয়া হলো:
* সাদা কাগজে আবেদন সাপেক্ষে পরিশোধিত ঋণের টাকা পুনরায় গ্রহণ করতে পারবেন যা মূল ঋণের সর্বোচ্চ ২৫%।
* কোনো ঋণে যদি ১০০% মর্টগেজ দেওয়া থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০% বিবেচনা করা হবে।
* একটি ঋণে একবার এ সুযোগ নিতে পারবে।
* এই ঋণ নেওয়ার জন্য দিতে হবে এমআরসিআই চেক।
* শুধুমাত্র সাধারণ ঋণগ্রহীতারা তাদের গৃহীত ঋণ নিয়মিত থাকলে সমিতি কর্তৃক নির্ধারতি ফি প্রদানপূর্বক এ সুযোগ নিতে পারবেন।
এই ঋণের সুযোগ নিতে যোগাযোগ করুন ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় বা নিকটস্থ সেবাকেন্দ্রগুলোতে।