ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার চলে গেলেন ভাষা সৈনিক মনির উদ্দিন আহমদ

চলে গেলেন ভাষা সৈনিক মনির উদ্দিন আহমদ

0
440

মহান ভাষা আন্দোলন, নানকার প্রথাবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ও চা-শ্রমিক আন্দোলনসহ এ অঞ্চলের বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক সাবেক পিপি ও সিলেট ল কলেজের সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ আর নেই।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টায় সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ ব্যক্তিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা হজরত শাহজালাল (র:) দরগা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।