ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ চাচকিয়ায় ফৈলজানা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য সচেতনতামূলক সেমিনার

চাচকিয়ায় ফৈলজানা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য সচেতনতামূলক সেমিনার

0
642

ফৈলজানা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অন্তর্ভুক্ত পাবনা আটঘরিয়া উপজেলার চাচকিয়ার সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এক শিক্ষা সেমিনার আয়োজন করে ফৈলজানা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।

দিনব্যাপী এ সেমিনারের প্রারম্ভিক কর্মসূচীতে ছিল ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত এ্যাপোলো রোজারিও’র অর্পিত খ্রিষ্টযাগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান গগণ রোজারিও।

সেমিনারে সমিতির সদস্যদের অধিকার বিষয়ে আলোকপাত করেন সমিতির পর্যবেক্ষন পরিষদের সভাপতি ডা. জেমস সুধীর বৈদ্য এবং সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোকপাত করেন উপদেষ্টা পরিষদের সভাপতি ফাদার এ্যাপোলো রোজারিও।

বক্তাগণ তাদের আলোচনায় বলেন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে ফাদার চালস্ জে. ইয়াং সিএসসি ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যকে সামনে নিয়ে সমিতিতে সদস্যদের অধিকার নিশ্চিত ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমিতির কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।