শিরোনাম :
চিকিৎসায় সাড়া দিলেও এখনো বিপদমুক্ত হননি পোপ
পোপ ফ্রান্সিস “মৃত্যুর ঝুঁকিতে” নন, তবে তিনি পুরোপুরি “বিপদমুক্ত’ও নন, আজ শনিবার সকালে পূন্যপিতা পোপ ফ্রান্সিস এর মেডিকেল টিমের সদস্যরা জানিয়েছেন।
রোমের জেমেল্লি হাসপাতালে এক সংবাদ সম্মেলনে, পোপের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক দলের প্রধান ডা. সার্জিও আলফিরি এবং ভ্যাটিকানের স্বাস্থ্যসেবা বিভিাগের ভাইস-ডিরেক্টর ডা. লুইজি কার্বোন সাংবাদিকদের জানিয়েছেন।
এই দুই ডাক্তার বলেছিলেন যে তারা বিশ্বাস করেন পোপকে আগামী সপ্তাহের “অন্তত” পুরোটা সময় হাসপাতালে ভর্তি থাকতে হবে।
ডা. আলফিরি জোর দিয়েছিলেন যে, পোপ ভেন্টিলেটরের সাথে সংযুক্ত নন, যদিও তিনি এখনও তার শ্বাস-প্রশ্বাসের সাথে লড়াই করছেন এবং ফলস্বরূপ তার শারীরিক নড়াচড়া সীমিত রেখেছেন।
চিকিৎসক বলেছেন, পোপ একটি চেয়ারে সোজা হয়ে বসে আছেন, কাজ করছেন, এবং যথারীতি মজা করছেন। উদাহরণ স্মরুপ ডা. আলফিরি বলেছেন যে একজন ডাক্তার যখন পোপকে “হ্যালো, হোলি ফাদার” বলে অভিবাদন জানিয়েছিলেন, তখন তিনি “হ্যালো, হলি সন” বলে উত্তর দিয়েছিলেন।
একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন যে, পোপকে রিয়ে এর বর্তমানে তাদের সবচেয়ে বড় ভয় কী । উত্তরে ডাক্তাররা বলেন, পোপের শ্বাসতন্ত্রের জীবাণু তার রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে এবং এর ফলে সেপসিস (পঁচন) সৃষ্টি করতে পারে এমন একটি ঝুঁকি রয়েছে।
ডাঃ আলফিয়েরি অবশ্য বলেছিলেন যে, তিনি আত্মবিশ্বাসী যে পোপ ফ্রান্সিস কোনো এক সময়ে হাসপাতাল ত্যাগ করবেন এবং ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় ফিরে আসবেন – তবে তার দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের সমস্যা থাকবে।
এর আগে ১৪ ফেব্রুয়ারী, ৮৮ বছর বয়সী পোপকে ইতালির রোমে জেমেল্লি হাসপাতালে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়।
(ভ্যাটিকান নিউজ)

































































