শিরোনাম :
জগদানন্দকাঠি অনুষ্ঠিত হলো মহাতীর্থ উৎসব
যশোর জেলার ঝিগরগাছা থানার জগদানন্দকাঠি গ্রামে শিমুলিয়া ধর্মপল্লীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহাতীর্থ উৎসব।
এই তীর্থে যোগদান করেন সাতক্ষীরা ধর্মপল্লী, খুলনা ধর্মপল্লী ও বড়দল ধর্মপল্লীর প্রায় তিন হাজার খ্রীষ্ঠভক্ত। এই তীর্থ উৎবের মূলসূর ছিল আমাদের জীবনে খ্রিষ্টীয় মূল্যবোধ ও বিশ্বাস।
সকাল সাড়ে ৮টায় শাকদাহ গ্রামে সকল ধর্মপল্লীর লোক একত্রিত হয়। পরে সেখান থেকে তীর্থ করতে করতে পায়ে হেটে জগদানন্দকাঠি মিশনে প্রবেশ করে। সকাল ৯টায় তীর্থস্থান পবিত্রকরণ ও প্রতিষ্ঠাতার উপর ব্যাখ্যা দেন ফাদার ডমিনিক কে. হালদার।
পরে গান ও উদ্বোধনী প্রার্থনা শুরুু হয়। সকাল ১০টায় মূল বিষয়ের উপর উপস্থাপনা দেন ফাদার ডমিনিক মন্ডল। পরে দুপুর ১২টায় মহা খ্রিষ্টযাগ শুরু হয়।