ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জনগণই সরকারের মূল শক্তি, জনগণের জন্যই উন্নয়ন: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জনগণই সরকারের মূল শক্তি, জনগণের জন্যই উন্নয়ন: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

0
355

উপজেলা পরিষদ কমপ্লেক্সকে তৃনমূল জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এখান থেকেই সরকারী সেবাসহ সকল উন্নয়ন তৃনমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

জনগণকে বাদ দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলতে পারেনা। জনগণই সরকারের মূল শক্তি, জনগণের জন্যই উন্নয়ন।

রোববার বেলা ১টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ারুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা। এ সময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দিন ভূঁইয়া ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমাসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নান্দনিক ভবন ও উপজেলা পরিষদ অডিটোরিয়াম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সন্মুখভাগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস এর উদ্যেগে নির্মিত ফ্রিডম স্কোয়ার ও মাটিরাঙ্গা উপজেলা গেইট উদ্বোধন করা হয়।