শিরোনাম :
জাতিগত বৈষম্য ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা শীর্ষক মতবিনিময় সভা
রাজশাহীতে জাতিগত বৈষম্য মোকাবেলায় সহনশীলতা অন্তর্ভূক্তি ঐক্য ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বাড়ানো, আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(বুধবার) ২১ মার্চ, রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ের মুক্তিযুদ্ধ পাঠাগার মিলনায়তনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় ।
বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, ইয়্যাস, নবজাগরণ, ইকো গ্রীণ, ইয়ুথ ফোরাম, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী সামাজিক স্কুল যৌথভাবে উক্ত মতবিনিময়ের আয়োজন করে ।
মতবিনিময়ে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের বহু জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতিনিধিগণ এবং স্বেচ্ছাসেবী জনসংগঠন অংশগ্রহণ করে ।
এতে বক্তারা বলেন, ‘আমাদের বৈচিত্র্য যত কমে যাচ্ছে ততই আমাদের মধ্যে জাতিগত বৈষম্য এবং বৈচিত্রের প্রতি সংঘাত বেড়ে চলছে । বৈচিত্র্য সুরক্ষায় ও জাতিগত বৈষম্য মোকাবেলায় তাই ঐক্য এবং অন্তর্ভূক্তি প্রয়োজন। একই সাথে সহনশীল আচরণে সকলের প্রতি সকলের অধিকার প্রতিষ্ঠায় সহযোগী হিসেবে কাজ করতে হবে ।’
উক্ত মতবিনিময়ে বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা’র সভাপতিত্বে ২১মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস- ২০১৮ এর প্রতিপাদ্য বিষয় উপস্হাপন পত্র পাঠ করেন বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম। মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জন উদ্যোগের আহ্বায়ক জুলফিকার আহমেদ গোলাপ, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রানী রায়, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক হুরেন মুর্মু, রাজশাহী হরিজন ঐক্য পরিষদের উজ্জ্বল কুমার দাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, রাজশাহী সামাজিক স্কুল আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল জাতিগোষ্ঠীর পক্ষে কথা বলেন সাবিত্রী হেম্ব্রম, মাহাতো জাতিগোষ্ঠীর পক্ষে হেমন্ত মাহাতো, ওঁরাও জাতিগোষ্ঠীর পক্ষে অনিল গজার, ভৃমিজ জাতিগোষ্ঠীর পক্ষে মানিক রায়, মাহালী জাতিগোষ্ঠীর পক্ষে আপিয়া মার্ডি এবং মুন্ডা জাতিগোষ্ঠীর পক্ষে কথা বলেন পলাশ পাহান।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে কৃষক, সাংবাদিক, মৎসজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।
আরবি.আরপি.২২ মার্চ, ২০১৮