শিরোনাম :
জাম্বিয়ান বিশপগণ কাথলিক টেলিভিশন সম্প্রচার শুরু করলেন
গত ১৭ সেপ্টেম্বর ভাতিকান সংবাদ সংস্থা জানায় যে, জাম্বিয়ান বিশপ সম্মিলনী লুমেন টিভি জাম্বিয়া নামে পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু করেছে। মন্সে ডায়োসিস ও বিশপীয় যোগাযোগ কমিশনের প্রেসিডেন্ট বিশপ মজেস হামুংগলে লুসাকা শহর থেকে এ ঘোষণা দান করেন। ঘোষণায় তিনি বলেন, কাথলিক মন্ডলী হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যেন দেশের সকল প্রান্তে যিশুর বাণী পৌঁছানো যেতে পারে। আর তাই লুমেন টিভি জাম্বিয়ার সম্প্রচার ঘোষণা করছি; যা টপস্টার স্পেকটার্ম গ্রুপের ১০১ চ্যানেলে দেখা যাবে। প্রাথমিকভাবে শুধুমাত্র লুসাকা শহরে এর সম্প্রচার কার্য চলবে। আর টেলিভিশনের প্রোগ্রামগুলোতে মঙ্গলবাণী ঘোষণা ও জাম্বিয়ান সমাজের উন্নয়ন বিষয়ক মূল্যবোধগুলো প্রাধান্য পাবে। বিশপ হামুংগলে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আশা করি সময়ের পরিক্রমায় সকলের সাহায্য-সমর্থনে শীঘ্রই সম্পূর্ণভাবে টেলিভিশন সম্প্রচার সম্ভব হবে এবং তা স্বয়ংসম্পূর্ণ হবে। টেলিভিশন চ্যানেলটি মানব মর্যাদা, বাণীপ্রচার ও সমাজ উন্নয়ন বিষয়ক অনুষ্ঠান জনগণের কাছে প্রচার করতে সচেষ্ট থাকবে।
জাম্বিয়ার কাথলিকেরা টেলিভিশন চ্যানেলটিকে স্বাগত জানিয়েছেন এবং একে ঘিরে উচ্চাশা প্রকাশ করেছেন। জন ছোঁয়া নামে একজন জাম্বিয়ান তার অনুভূতি প্রকাশ করে বলেন, জাম্বিয়ানরা এখন তাদের দেশ ও বিশ্ব সম্পর্কে টেলিভিশন থেকে নিরপেক্ষ তথ্য পাবে। লুমেন টিভি জাম্বিয়া এর রিপোর্টাদের নিয়ে গত আগস্ট মাসে বিশেষ প্রশিক্ষণ হয়। জাম্বিয়ার কাথলিক মিডিয়া সার্ভিসের নির্বাহী পরিচালক ফাদার ওয়িনফিল্ড কু-া বলেন, কাথলিক সংবাদিক বা রিপোর্টাররা তাদের মঙ্গলধর্মী ও নিয়ন্ত্রিত রিপোর্টের মাধ্যমে নিজেদের পার্থক্যটা বজায় রাখবে। সুত্র: প্রতিবেশী
আরো পড়ুন
ইতালিতে এক বাংলাদেশি যুবকের সততার নিদর্শন
নভেম্বরে জাপান ও থাইল্যান্ডে সফর পোপ ফ্রান্সিসের
ভারতে নেতিবাচক সংবাদের বিরুদ্ধে ফাদার-সিস্টারদের আন্দোলন