শিরোনাম :
জেনিফার মনিকা হত্যা মামলার আসামী হিমেল আটক
।। ডিসিনিউজ ।।
তরুণী গৃহবধু জেনিফার মনিকা গমেজকে গত্যার অভিযোগে তাঁর স্বামী হিউম্যান খ্রিস্টফার হিমেল গমেজকে আটক করা হয়েছে।
গতকাল হিমেল গাজীপুর জজকোর্টে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। এতদিন তিনি পলাতক ছিলেন।
গত ২৮ মার্চ, গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া দক্ষিণ খন্ড গ্রামের তরুণী গৃহবধু জেনিফারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের ঘটনার পর প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে দেশের খ্রিষ্টান সমাজের মানুষ। বিভিন্ন সংগঠনের ব্যানারে রাস্তায় নেমে প্রতিবাদ করা হয় নাগরীর মেয়ে জেনিফার হত্যাকান্ডের জন্য। মাত্র আট মাসের কন্যা সন্তান রেখে পরকীয়ার বলি হতে হয় জেনিফারকে। এ হত্যাকান্ডের আসামী করা হয় হিমেলসহ জেনিফারের শ্বশুর অতুল গমেজ, শ্বাশুরী ফিলোমিনা গমেজ এবং হিমেলের পরকীয়া প্রেমিকা তার মামীকে।
অভিযোগ উঠে, হিমেল ও তার প্রেমিকা পরিকল্পিতভাবে জেনিফারকে হত্যা করেছে। স্বামী, শ^শুর-শাশুরী প্রায়ই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতো। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া যায়।
হিমেলের আটকের ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মৃত জেনিফার মনিকা গমেজের স্বজনরা।