ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডাক্তার এলভিনার প্রতি ঢাকা ক্রেডিটের শ্রদ্ধা নিবেদন

ডাক্তার এলভিনার প্রতি ঢাকা ক্রেডিটের শ্রদ্ধা নিবেদন

0
706

ডিসিনিউজ ।। ঢাকা

প্রয়াত ডাক্তার এলভিনা পারভীন গোস্বামীর প্রতি শ্রদ্ধা জানালো ঢাকা ক্রেডিট পরিবার।

১৮ অক্টোবর সকাল ৮টায় মিরপুর এসডিএ চার্চে প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এ সময় সাথে আরো ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সুপারভাইজরি কমিটির সদস্য পংকজ বার্নার্ড রোজারিও, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেমস্ প্রদীপ বিশ্বাস।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ডাক্তার পারভীনের মৃত্যুকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন। তিনি বলেন, ‘পারভীন দিদি একজন সৎ ও ভাল মনের মানুষ ছিলেন। তিনি সব সময় সমাজের জন্য ভাল চিন্তা ও কাজ করতেন। করুণাময় পিতা যেন তাঁকে চিরশান্তি দান করেন।’

ভাইস-প্রেসিডেন্ট আশিস বিশ্বাস বলেন, ‘সমাজের পারভীন দিদির মতো ভাল মানুষের প্রয়োজন রয়েছে। ঈশ্বর তাঁকে আমাদের আশীর্বাদরূপে প্রেরণ করেছেন। তাঁকে এই পৃথিবী থেকে সৃষ্টিকর্তা তুলে নিয়েছেন, আমরা বিশ্বাস করি দিদি স্বর্গে স্থান পাবেন।’

এ ছাড়াও বিভিন্ন সংগঠন, অঙ্গসংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাক্তার এলভিনার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মিরপুর চার্চে প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর ডাক্তার এলভিনার মৃতদেহ গোয়ালবাথান নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর তাঁর মৃতদেহ সমাধিস্থ করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানায়।

১৭ অক্টোবর বেলা সোয়া ১১টায় ডাক্তার এলভিনা পারভীন গোস্বামী স্কয়ার হাসপাতালে ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসের প্রদাহসহ নিয়োমনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি ডাক্তার বিনয় গোস্বামীর স্ত্রী এলভিনা পারভীন গোস্বামী। তিনি ডেনটিস্ট ডাক্তার হিসেবে বনানীর জনসন ডেন্টাল ক্লিনিকে দীর্ঘদিন যাবত সেবা দিয়ে যাচ্ছিলেন।