শিরোনাম :
ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সাথে ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘বাংলাদেশে খ্রিষ্টানদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং চার্চভিত্তিক কিছু কমিউনিটি ক্লিনিক রয়েছে। কিন্তু স্বাস্থ্য সেবার খাতে এবারই প্রথম ঢাকা ক্রেডিট একটি বড় আকারের হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে’ বলে উল্লেখ করেন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ।
১ মার্চ, ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সাথে ভারতের ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরকালে তিনি এ কথা বলেন।
সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা ক্রেডিট বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী। আরো উপস্থিত ছিলেন ভারতের ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের পরিচালক ফাদার রিচার্ড এলয়সিয়াস কৈলো, প্রসাশনিক কর্মকর্তা ফাদার রুডলফ রাভি ডি’সা, এ্যাথেনা হাসপাতালের চেয়ারম্যান আরএস সেতিয়ান, সেক্রেটারি আশা সেতিয়ান, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি. গমেজ, কাক্কোর প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, হাসপাতাল কমিটির সদস্য, ঢাকা ক্রেডিটের উচ্চ পদস্থ কর্মচারীসহ আরো অনেকে।
ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশন চুক্তিনুসারে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাকালীন সময়ে কনস্ট্রাকশনের টেনকিক্যাল পরামর্শ, মানব-সম্পদ উন্নয়ন, আর্গানোগ্রাম তৈরিসহ যাবতীয় সহযোগিতা করবে।
সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ক্রেডিটের পক্ষে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের পক্ষে ইনিস্টিটিউশনের পরিচালক ফাদার রিচার্ড এলয়সিয়াস কৈলো।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, আজ ঢাকা ক্রেডিটের জন্য একটি ঐতিহাসিক দিন। ঢাকা ক্রেডিটের সর্বোবৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সাথে ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে হাসপাতালের চলমান প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল।
প্রধান অতিথি আর্চবিশপ কোচেরী বলেন, ‘ঢাকা ক্রেডিট বাংলাদেশের সর্বোবৃহত ও সবচেয়ে ভাল ক্রেডিট ইউনিয়ন। ডিভাইন মার্সি’র (ঐশ্ব করুনার) বহির্প্রকাশ হবে ঢাকা ক্রেডিটের এই হাসপাতাল। ঢাকা ক্রেডিট জনকল্যাণে নানা রকম প্রকল্প নিয়ে কাজ করছে। ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল হবে মানসেবায় একটি উৎকৃষ্ট উদাহরণ।’
ফাদার রুডলফ বলেন, ডিভাইন মার্সি নামের অর্থ হলো যিশুর রক্ত ও ঘাম মিশ্রিত ভালোবাসা। যেখানে কোনো ছলনা নেই। এই অঞ্চলের মানুষ ডিভাইন মার্সি হাসপাতালের চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে যিশুর ঐশ^ ভালোবাসা লাভ করবে।
এ ছাড়াও বক্তব্য রাখেন ফাদার রুডলফ রাভি ডি’সা, এ্যাথেনা হাসপাতালের চেয়ারম্যান আরএস সেতিয়ান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ। ধন্যবাদ বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু সি. গমেজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
অনুষ্ঠানের অতিথিদের ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও এদিন ঢাকা ক্রেডিটের কালচারাল একাডেমির তত্ত্বাবধানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, একই দিন সকাল ১০টায় গাজীপুর জেলার কুচিলাবাড়ীতে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে উক্ত প্রতিনিধি দলের হাসপাতালের ড্রইং-ডিজাইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। সভা পরিচালনা করেন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ।
ইসিএএল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রশিদ আহমেদ খান প্রস্তাবিত ডিভাইন মার্সি হাসপাতালের ৮টি ফ্লোরে রেডিওলজি, ওটি, কেবিন, প্যাথলজি, প্রার্থনা কক্ষ, আইসিইউ, সিসিইউ, ক্যান্টিন করা বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন।
ফাদার রুডলফ রাভি ইসিএএল কোম্পানির উপস্থাপনার পরে প্রস্তাব রাখেন হাসপাতালে লিফট ও সিঁড়ি থাকবে এবং সেই সাথে র্যাম্প রাখার প্রস্তাব রাখেন যেন হুইল চেয়ার ব্যবহার এবং আগুন লাগলে মানুষ যেন দ্রুত রক্ষা পেতে পারে।
এদিন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের লোগো উন্মোচন করা হয়।
ডিসিনিউজ/আরবি.আরপি.এইচআর. ১ মার্চ, ২০১৯