ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
বাংলা : ১৯ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ঢাকা অফিস উদ্বোধন

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ঢাকা অফিস উদ্বোধন

0
522

ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ঢাকা অফিস বারিধারার নদ্দা এলাকায় ঢাকা ক্রেডিটের সেবাকেন্দ্রের তৃতীয় তলায় উদ্বোধন করা হয়।

আজ (২ এপ্রিল) দুপুর ১টায় ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের ঢাকা অফিস প্রার্থনা ও ফিতা কাটার মধ্যদিয়ে উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।

‘ঐশ করুণা হচ্ছে যিশু হৃদয়ের ভালবাসা। যিশুর হৃদয় থেকে এই ভালোবাসার উৎপত্তি। ঢাকার আসাদগেটে ১০কাঠা জমিতে এই হাসপাতাল প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে ২২ বিঘা জমিতে এই
হাসপাতাল প্রতিষ্ঠা হতে যাচ্ছে। যা প্রত্যেক খ্রিষ্টভক্তের জন্য ঐশ করুণা’ বলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।

হাসপাতালের চীফ এক্সিকিউটিভ অফিসার মেজর জেনারেল (অবঃ) জন গমেজ বলেন, ‘খ্রিষ্টান সম্প্রদায়ের হলি ফ্যামিলি হাসপাতাল ছিল। বর্তমানে ঢাকা ক্রেডিট ঈশ্বরের ঐশ করুণার দ্বারা মঠবাড়ীস্থ ২২বিঘা জমিতে ৩০০ বেডের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘একটি ভালো পরিকল্পনা যে কোন ভালো কাজের অর্ধেক।’ ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাগুলো ভালোভাবে গ্রহণ করা হয়েছে। ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের নামটি দিয়েছেন ঢাকার আর্চবিশপ মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও।

ঢাকা ক্রেডিটের এ্যাসিসটেন্ট চীফ এক্সিকিউটিভ অফিসার লিটন টমাস রোজারিও বলেন, এই অফিস হচ্ছে একটি স্টেশনের মতো। এখান থেকে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হবে এবং মঠবাড়ীতে তা বাস্তবায়ন করা হবে।

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের সিস্টার চন্দনা কস্তা এবং দুইজন ছাত্রী ঐশ করুণার প্রার্থনা, বাণীপাঠ ও সামসঙ্গীত প্রার্থনা করেন।

সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদান করেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও, সদস্য প্রত্যেশ রাংসা, চীফ এক্সিকিউটিভ অফিসার লিন্টু খৃষ্টফার গমেজ, নদ্দা সেবাকেন্দ্রের ম্যানেজার সুবাস রোজারিও, স্বপন রোজারিওসহ আরো অনেকে।