শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
ডিসিনিউজ।। ঢাকা
দি খ্র্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি, ২০২৫ হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই সময়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হাসপাতালের সিইও ডা. আহমেদ শফিকুল হায়দারসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মীবৃন্দ।

ডিভাইন মার্সি হাসপাতালের কর্মীদের মধ্যে মাসব্যাপী চলমান ক্রিকেট, বেডমিন্টন, ভলিবল. বালিস খেলাসহ অন্যান্য ইভেন্ট শেষ হয় হাসপাতালটির উদ্বোধনের একবছর পুুর্তির দিন।

গত বছর এই দিনে আশির্বাদের মধ্যেদিয়ে হাসপাতালটি তার কার্যক্রম শুরু করে।
হাসপাতালের কর্মীবৃন্দ এই দিনটি কেক কেটে উদযাপন করে। এছাড়াও ডিভাইন মার্সি হাসপাতালে জনা¥ নেয়া প্রথম মেয়ে মার্সি’র হাতে আজীবন ফ্রি চিকিৎসা সেবার সনদ তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

































































