শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতাল ও ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের যৌথ সভা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের পরিচালনা পরিষদ ও ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের যৌথ সভা ১৫ ফেব্রুয়ারি, হাসপাতালটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপতালের সার্বিক অগ্রগতি, সেবার মান বৃদ্ধিকরণ, ভবিষ্যৎ পরিকল্পনাসহ অন্যান বিষয় নিয়ে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে গুরুত্ব দেয়া হয় হাসপাতালে রোগীদের সেবার মান বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাকে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনূস ক্রুশ, ঢাকা ক্রেডিটের প্রক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাবু মার্কুজ গমেজ ও পংকজ গিলবার্ট কস্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার লিন্টু কস্তা, ঢাকা ক্রেডিটের বোর্ড সদস্যসহ অন্যান্য কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালের ও ঢাকা ক্রেডিটের ঊর্ধ্বতনকর্মীবৃন্দ।
































































