শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর কর্মকর্তা-কর্মী, ডাক্তার, কনসালটেন্ট এবং ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা।
ডিসিনিউজ।। ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর কর্মকর্তাদের সাথে ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর কর্মকর্তা-কর্মী, ডাক্তার, কনসালটেন্টদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই, গাজীপুর জেলাধীন কালিগঞ্জ উপজেলার কুচিলাবাড়ীতে ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের অডিটোরিয়ামে হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, বোর্ড অব ডিরেক্টর প্রত্যেশ রাংসা, মনিকা গমেজ, নিরাপদ হালদার, শিপন রোজারিও, ডন এ অধিকারী, ক্রেডিট কমিটির চেয়ারম্যান ঊমা ম্যাগডেলিন গমেজ, সদস্য যতীন মারান্ডী, মিসেস মঞ্জু মারীয়া পালমা, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ফিলিপ গমেজ, সেক্রেটারী সুহৃদ গমেজ, সদস্য মলয় নাথ, পংকজ লরেন্স কস্তা মারিয়া ডি’ কুনা, ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ, হাসপাতালের সিইও ডা. আহমেদ শফিকুল হায়দার, প্রস্তাবিত মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আরিফ আহমেদ খানসহ ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর কর্মকর্তা-কর্মী, ডাক্তার, কনসালটেন্টগণ উপস্থিত ছিলেন।

হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘ এই প্রতিষ্ঠান আমাদের সবার এবং এখানে সর্বোচ্চ সেবা নিশ্চিতে সবাইকে একত্রে কাজ করতে হবে। আপনারা আমাদের ঢাকা ক্রেডিট পরিবারের সদস্য। আমরা এই হাসপাতালটিকে একটি ব্র্যান্ড হিসেবে দেখতে চাই এবং এটা সম্ভব এখানে যারা বিভিন্ন দায়িত্বে আছেন আপনাদের দ্বারা। এটি বাংলাদেশে সমবায়ীদের প্রথম হাসপাতাল। তাই আপনারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে আমাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করবেন।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ তাঁর বক্তব্যে বলেন, ‘ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ইতোমধ্যে চালু রয়েছে এবং সামনে আমরা মেডিক্যাল কলেজ করতে কাজ করছি। আমরা চাই ডিভাইন মার্সি হাসপাতাল বাংলাদেশ এবং দেশের বাইরেও একটা ব্র্যান্ড হবে, এক নামে সবাই চিনবে। এটা করার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এখানে সর্বোচ্চ সেবা নিশ্চিতে করেেত এবং একই সাথে সকল ধরণের সুযোগ সুবিধা বাড়াতে ঢাকা ক্রেডিটের বর্তমান বোর্ড বদ্ধপরিকর।’
অনুষ্ঠিত সভায় হাসপতালের সার্বিক অগ্রগতি, সেবার মান বৃদ্ধিকরণ, ভবিষ্যৎ পরিকল্পনাসহ অন্যান বিষয় নিয়ে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে গুরুত্ব দেয়া হয় হাসপাতালে রোগীদের সেবার মান বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাকে।



































































