ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসিনিউজের নির্বাহী সম্পাদক রাফায়েল পালমাকে বিদায় সংবর্ধনা

ডিসিনিউজের নির্বাহী সম্পাদক রাফায়েল পালমাকে বিদায় সংবর্ধনা

0
393

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের মিডিয়া ও পাবলিকেশন বিভাগের ম্যানেজার ও ডিসিনিউজের নির্বাহী সম্পাদক রাফায়েল পালমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
২৭ জানুয়ারি ঢাকা ক্রেডিটের বোর্ড রুমে রাফায়েল পালমার বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের
প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। ২০১৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে ২০২০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর পর্যন্ত রাফায়েল পালমা ঢাকা ক্রেডিটে সেবা দেওয়ার পর অবসরে যান। ২০২১ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তরুণ সাংবাদিক সুমন কোড়াইয়া।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও তাঁর ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ বলেন, ‘রাফায়েল পালমার নেতৃত্বে ঢাকা ক্রেডিটের মিডিয়া বিভাগ এক নতুন মাত্রা পেয়েছে। তিনি সুন্দর সুনন্দর প্রামাণ্য চিত্র তৈরি করেছেন, যা আমরা বার্ষিক সাধারণ সভায় দেখিয়েছি।’ রাফায়েল পালমার অবদানের জন্য সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


বিদায়ী ঢাকা ক্রেডিটের মিডিয়া ও পাবলিকেশন বিভাগের ম্যানেজার ও ডিসিনিউজের নির্বাহী সম্পাদক রাফায়েল পালমা বলেন, ‘আজ আমার বিদায় অনুষ্ঠানে আমি বুঝতে পেরেছি, আপনারা আমাকে কত ভালোবাসতেন। আমি আগামীতেও ঢাকা ক্রেডিটের সাথে যুক্ত থাকবো বিভিন্নভাবে অবদান রেখে।’
তাঁর বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া। বোর্ড অব ডিরেক্টর: সজল যোসেফ গমেজ, পল্লব লিনুস ডি’রোজারিও, সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, মনিকা গমেজ, প্রত্যেশ রাংসা, পাপড়ি প্যাট্রিশিয়া আরেং, আনন্দ ফিলিপ পালমা ও পাপিয়া রিবেরূ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টি রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রোগ্রাম এন্ড প্রটোকল ম্যানেজার স্বপন রোজারিও, ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডি ম্যানেজার ডিউক সব্যসাচী, ঢাকা ক্রেডিটের মিডিয়া ও পাবলিকেশন বিভাগের সহকারী ম্যানেজার-ইনচার্জ ও ডিসিনিউজের নির্বাহী সম্পাদক সুমন কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সেক্রেটারিয়েট বিভাগের জুনিয়র অফিসার-ইনচার্জ তপন থিউটনিয়াস গমেজ প্রমুখ।