ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বড়দিন ও বিজয় দিবস উদযাপন

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বড়দিন ও বিজয় দিবস উদযাপন

0
86

ডিসিনিউজবিডি।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রতিষ্ঠান ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বড়দিন ও বিজয় দিবস উদযাপন করছে সেন্টারের শিশু, অভিভাবক, ঢাকা ক্রেডিটের কর্মকর্তা ও সেন্টারের কর্মীবৃন্দ।

১৪ ডিসেম্বর, ২০২৪ বিকেলে ঢাকা ফার্মগেইটের মনিপুরিপাড়াস্থ ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের
নিজস্ব ভবনে এই অনুষ্ঠান পালিত হয়।

বড়দিন ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনূস ক্রুজ, বোর্ড ডিরেক্টর সুব্রত রিচার্ড রোজারিও, ভারপ্রাপ্ত সিইও জোনাস গমেজ, সিও সুইটি পিউরিফীকেশন, সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগসসহ অন্যান্য কর্মীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুরা এবং তাদের অভিভাবকবৃন্দ।

জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের নাটিকা পরিবেশন, বড়দিনের গান, কেক কাটার মাধ্যমে পালিত হয় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বড়দিন ও বিজয় দিবস ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, “আমাদের সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার কোনো বিকল্প নেই। আর এর জন্য ছোট বেলা থেকেই আমাদের শিশুদের সঠিক শিক্ষাটা দিতে হবে।”

তিনি বলেন, সিডি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশুদের প্রয়োজানীয় সকল ধরণের শিক্ষাই দেয়া হয়।

প্রেসিডেন্ট ঢাকা ক্রেডিটের সবচাইতে বড় প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের স্বাস্থসেবা ও প্রস্তাবিত ডিভাইন মার্সি মেডিকেল কলেজের বিষয়টি তুলে ধরে বলেন, এই শিশুরা এক সময় ডিভাইন মার্সি মেডিকেল কলেজে পড়ে ভালো ডাক্তার হবে বলে আমরা আশা করি।

সেক্রেটারি মাইকেল জন গমেজ বিজয় দিবস সম্পর্কে উল্লেখ করে বলেন, “এই মাসটি যেমন বাঙালী জাতির জন্য অহংকারের মাস ঠিক তেমনি ভাবে আবার আমাদের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য আনন্দের মাস। খ্রিষ্টধর্মের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠানের বড়দিন এই বিজয়ের মাসেই।”

সেক্রেটারি গমেজ বিজয় দিবস ও বড়দিনের শুভেচ্ছা উপস্থিত সবাইকে জানিয়ে আয়োজক ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষকগণকে ধন্যবাদ জানান।

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, এখানে আমরা শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকি যাতে শিশুরা অসাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারে।

অনুষ্ঠানের এক সময় অভিভাবকদের মধ্যে থেকে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের যে যতœ এবং শিক্ষা সেটা তাদের অভিভুত করেছে।

অভিভাবকেরা বলেন, ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের তাদের শিশুদের রেখে তারা নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারেন এবং শিশুরাও সঠিক শিক্ষা নিয়ে বেড়ে উঠতে পারছে। তারা ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।