শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালোইন ডে উদযাপন
ডালিয়া রড্রিগস || ডিসিনিউজ
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে হ্যালোইন ডে উদযাপন করা হয় ২৮ অক্টোবর। অনুষ্ঠানে প্রজেক্টের চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন ছাত্রছাত্রীদের মাঝে উপস্থিত থেকে তাদের হ্যালোইন ডে পালনের উদ্দেশ্য সম্পর্কে জানান এবং সকলকে অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস। এই দিনের ইতিহাস এবং এর থেকে আমরা কি শিখতে পারি তা ছাত্রছাত্রীদের জানান।
প্রোগ্রমের লক্ষ্য ছিল ছাত্রছাত্রীরা যেন আবহওয়ার পরিবর্তন চিনতে সক্ষম হয় এবং হ্যালোইন ডের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারে।
ছাত্রছাত্রীরা গান, নাচ, কবিতা আবৃত্তি, গল্প বলা ইত্যাদির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করে। পরিশেষে টিচার অন্জলি মন্ডল সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।