শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ঈদ আনন্দ
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের সোনামণিদের নিয়ে পালন করা হলো ঈদ আনন্দ।
ঈদুলফিতর কি, তাৎপর্য এবং ঈদের আনন্দ সকলের সাথে সহভাগিতার জন্য এই আয়োজন করা হয়। ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে সকল ধর্মের শিশুরা সেবা নিয়ে থাকে। এখানে জাতীয় দিবসসহ সকল ধর্মের ধর্মীয় উৎসবের আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা হয়।
এই লক্ষ্য নিয়েই ঈদের আনন্দ ও তাৎপর্য শিশুদের মাঝে বিস্তারের জন্য এর আয়োজন করা হয়।
৩০ মে, সকাল ১১টায় ঢাকার ফার্মগেট মনিপুরিপাড়ায় ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস্-এর তত্বাবধানে শিশুরা ঈদের আনন্দ উপভোগ করে।
এ সময় শিশুরা নাচ, গান, ছড়া, অঙ্কনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেয়। তারা সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। ঈদের ফিরনি আর খাবার বাড়িয়ে সোনামণিদের বাড়তি আনন্দ।
অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীসহ ঢাকা ক্রেডিটের সিও সুইটি পিউরীফিকেশন উপস্থিত ছিলেন।