ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি বিউটি পার্লার ট্রেনিং সেন্টারের প্রথম ব্যাচের সার্টিফিকেট প্রদান

ডিসি বিউটি পার্লার ট্রেনিং সেন্টারের প্রথম ব্যাচের সার্টিফিকেট প্রদান

0
1050

ডিসিনিউজ ।। ঢাকা

ডিসি বিউটি পার্লার ট্রেনিং সেন্টারের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হলো।

১৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় নদ্দা সরকারবাড়ী অবস্থিত ট্রেনিং সেন্টারে এক আনন্দপূর্ণ পরিবেশে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের এই সার্টিফিকেট তুলে দেন।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রেনিং সেন্টারের আহ্বায়ক প্যাট্রিসিয়া পাপড়ী আরেং। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর সলোমন আই. রোজারিও, প্রত্যেশ রাংসা, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সদস্য স্টেলা হাজরাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট পংকজ কস্তা বলেন, ‘আজ আপনারা প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছেন। হয়তো আপনারা বিভিন্ন নামিদামি পার্লারে কাজ করবেন। অনেকে হয়তো নিজেরাই পার্লার প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হবেন। ঢাকা ক্রেডিট চায়, আপনারা উদ্যোক্তা হোন। এর জন্য ঢাকা ক্রেডিটও আপনাদের সহযোগিতা দিবে। বিজনেস লোন বা পার্টনারের মাধ্যমেও আপনাদের সহযোগিতায় ঢাকা সর্বদা পাশে থাকবে। বর্তমানে যদিও কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বই থমকে গেছে। কিন্তু এই সমস্যা সব সময় থাকবে না। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আশা করি শিঘ্রই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো।’

এ দিন আরো বক্তব্য রাখেন আহ্বায়ক পাপড়ী আরেং, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া এবং ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ডিরেক্টর প্রত্যেশ রাংসা।

অতিথিরা সকলেই প্রশিক্ষণার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং ঢাকা ক্রেডিট সব সময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সিও সিসিলিয়া সুইটি পিউরীফিকেশন।

নারী ক্ষমতায়নে ২০১৯ সালের ১১ ডিসেম্বর ডিসি বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। ২৫ জানুয়ারি, ২০২০ ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ডিসি বিউটি পার্লা ট্রেনিং সেন্টারে ৩ মাসব্যাপি ট্রেনিং নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। ভর্তি হতে যোগাযোগ করুন: জাহান আক্তার (০১৭০৯৯৯৩০৯৭), শান্তা রিছিল (০১৭০৯৯৯৩০৯২)।