ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিককে বিদায়ী কৃতজ্ঞতা (ভিডিও)

ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিককে বিদায়ী কৃতজ্ঞতা (ভিডিও)

0
1145

ডিসিনিউজ ॥ ঢাকা
এক ভাব-গাম্ভীর্য পরিবেশে ঢাকায় দশ বছর আর্চবিশপ হিসেবে সেবাদানকারী আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালো তেজগাঁও ধর্মপল্লীর খ্রিষ্টভক্ত ও বিভিন্ন সংঘ-সমিতি।
১১ অক্টোবর তেজগাঁও গির্জায় ধর্মপল্লীর পবিত্র জপমালার রাণীর পর্ব দিনের পবিত্র খ্রিষ্টযাগের পর তাঁকে ঢাকা মহাধর্মপ্রদেশে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর পাপিয়া রিবেরু, পল্লব লিনুস ডি’রোজারিও, মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ ও সুপারভাইজরি কমিটির সদস্য বার্ণার্ড পংকজ ডি’রোজারিও।

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওকে তেজগাঁও ধর্মপল্লীর পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্য কার্ডিনাল আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি পবিত্র আত্মায় পরিচালিত হয়ে দশ বছর কাজ করেছি। যা কিছু করতে পারি নাই তার জন্য ক্ষমা চাই।’ তিনি সকলের নিকট তাঁর জন্য প্রার্থনার অনুরোধ জানান।


ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের শেষে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসিকে বিভিন্ন ধর্মসংঘ, আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও উপহার প্রদান করেন। ঢাকা ক্রেডিটের পক্ষে কার্ডিনাল প্যাট্রিককে শুভেচ্ছা উপহার প্রদান করেন সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ডিসিনিউজকে বলেন, ‘আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসির বিদায় বেলায় ঢাকা ক্রেডিটের ৪৩ হাজার সদস্যের পক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। কার্ডিনাল প্যাট্রিক বাংলাদেশ খ্রিষ্ট মন্ডলীর জন্য বিশেষ আশির্বাদ হয়ে এসেছিলেন। তিনি খ্রিষ্ট ভক্তজনগণের সাথে খুব বেশি মিশতে পেরেছিলেন। তিনি আমাদের সাথে মিশেছেন, আমাদের কাছে এসেছেন এবং কাছে টেনে নিয়েছেন।’
তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি গমেজ অনুষ্ঠানে বলেন, ‘কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি হলেন ক্যাথলিক মন্ডলীর জন্য অল রাউন্ডার। তাঁর অবদান বলেকয়ে শেষ করা যাবে না। ওনার সুপরিচালনায়, আধ্যাত্মিকতায় আমরা সিক্ত হয়েছি।’


ঢাকার সদ্য অবসরে যাওয়া আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিকের অবদানের কথা তুলে ধরেন কারিতাস বাংলাদেশের প্রাক্তন নির্বাহী পরিচালক ও কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও। তিনি ঈশ^রকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ মন্ডলীর জন্য ঈশ^র ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিককে এক অনন্য উপহার হিসেবে দিয়েছেন। কার্ডিনাল প্যাট্রিকের উল্লেখযোগ্য অবাদনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ড, সেন্ট ভিয়ান্নী হাসপাতাল কার্ডিনাল প্যাট্রিকের সময় প্রতিষ্ঠিত হয়েছে। আগে ছিলো ঢাকায় চারটি ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুল এখন ৯টি। তিনি যাজক ও খ্রিষ্টভক্তদের গঠন দিয়েছেন ও গঠন দানের ব্যবস্থা করেছেন।