শিরোনাম :
ঢাকাস্থ বোর্ণী খ্রিষ্টান কো-অপারেটিভ’র ২৬তম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজবিডি।। ঢাকা
রাজধানী ঢাকায় বসবাসরত নাটোর জেলার বোর্ণী ধর্মপল্লীর বাসিন্দাদের সমিতি ঢাকাস্থ বোর্ণী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর, ভাটারায় ডি’মাজেনড গির্জার কমিউনিটি হলে সমিতির সভাপতি আগষ্টিন কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবলেট ফাদার সুবাস কস্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, বোর্ড ডিরেক্টর শিপন রোজারিও, সুপারভাইজরী কমিটির সদস্য মলয় নাথ, নয়নাগর ক্রেডিটের চেয়ারম্যান রিপন রিচার্ড সরকারসহ অন্যান্য অতিথি বর্গ।

সমিতির সভাপতি আগষ্টিন কস্তা সদস্যদের উদ্দেশ্যে তার স্বাগত বক্তব্যে সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধি, মূলধন লভ্যাংশ প্রদান, বিনিয়োগ, লেখাপী ঋণ আদায়সহ বিভিন্ন ২০২৩-২৪ অর্থ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
১৯৯৪ সালে স্থাপিত রাজধানী ঢাকায় বসবাসরত বোর্ণী ধর্মপল্লীর এই সমিতিটির সদস্য সংখ্যা প্রায় ৮০০ এবং মূলধনের পরিমান প্রায় সাড়ে সাত কোটি।

২৬তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্যে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, এই ২৬ বছরে আমাদের সমাজের মধ্যে এই সমিতি কি ধরণের ফল দিয়েছে সেই বিষয়টি আমাদের দেখতে হবে। একত্রে পথ চলার যে শপথ নিয়ে সমিতি গঠিত হয়েছিল সেটা ঠিক আছে কি না, অর্থনৈতিক মুক্তি প্রকৃতপক্ষে এসেছে কিনা সেই বিষয়ে আমাদের নজর দেয়া জরুরী।
আগামী ২৯ নভেম্বর, ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে কোড়াইয়া বলেন, আমাদের ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গণে এবার বার্ষিক সাধারণ সভা হবে কারণ, আমরা সদস্যরা যেন নিজেদের হাসপাতাল দেখতে পারি। আপনাদের জন্য যাতায়াতের সুব্যবস্থা করা হয়েছে।”

বর্তমান বাস্তবতায় সমবায় সমিতি পরিচালনায় যেমন চ্যালেঞ্জ আছে তেমনি আবার অনেক ভালো কাজের সুযোগও রয়েছে উল্লেখ করে ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ বলেন, সরকারী ভাবে সমবায়ের উপর যে ধরণের ভ্যাট-ট্যাক্স চাপিয়ে দেয়া হচ্ছে সেগুলো অবশ্যই আমাদের জন্য কষ্টের।
তিনি এই সমিতির যে উচ্চ লভ্যাংশ প্রদান সেটার জন্য পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।


































































