শিরোনাম :
ঢাকায় দশম ছবিমেলা
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলার দশম আয়োজন শুরু হয়েছে ঢাকায়।
এবারের আসরের মূল প্রতিপাদ্য বিষয় ‘স্থান’। বরাবরের মতো এবারো উৎসব পরিচালকের দায়িত্ব পালন করছেন আলোকচিত্রী শহিদুল আলম এবং মূল কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এএসএম রেজাউর রহমান, মুনেম ওয়াসিফ, সরকার প্রতীক ও তানজিম ওয়াহাব।
এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবিমেলার দশম আয়োজন শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এদিন ধানমন্ডির পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা শুরু হয়ে ছায়ানটে গিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এ বছর ছবিমেলা আজীবন সম্মাননা দেওয়া হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, কৃষিবিজ্ঞানী ও লেখক প্রয়াত নওয়াজেশ আহমেদকে।
ছবিমেলার এবার ২১টি দেশের ৪৪ জন শিল্পীর কাজ নিয়ে ৩৩টি প্রদর্শনীর আয়োজন রয়েছে। থাছে আটটি কর্মশালা। উৎসবের সব প্রদর্শনীস্থলই ধানমন্ডি এবং এর আশপাশের এলাকায় অবস্থিত। পান্থপথে নির্মাণাধীন দৃক-পাঠশালা ভবনে উৎসবের মূল প্রদর্শনীস্থল এবং সেই সঙ্গে অন্যান্য গ্যালারি হিসেবে আছে ধানমন্ডি ও পান্থপথে অবস্থিত দৃকের দুটি গ্যালারি, গ্যেটে ইনস্টিটিউট, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ, বৃত্ত আর্ট ট্রাস্ট এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। ১০ দিনব্যাপী দশম ছবি মেলা শুরু হয়েছে। চলবে ৯ মার্চ পর্যন্ত।
উল্লেখ্য, দুই বছর পর পর দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড. ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এ উৎসবের আয়োজন করে থাকে। ২০০০ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে ছবি মেলার আসর।
ডিসিনিউজ/আরবি.পিবি. ৫ মার্চ, ২০১৯