ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ‘ই-কমার্সের ডাক’ মেলা

ঢাকা ‘ই-কমার্সের ডাক’ মেলা

0
870

ঈদের আগে রাজধানীর প্রধান ডাকঘর জি পি ও চত্বরে, বসছে ই-কমার্স মেলা।

আগামী ১৭ মে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। ১৭ ও ১৮ ই মে, দুই-দিনের এই ডাকমেলার মধ্য দিয়েই শেষ হবে বিভাগীয় পর্যায়ের জাতীয় ই-কমার্স ডাক মেলা।

মিডিয়া সহযোগীতা করছে ফোকাস ফ্রেম।মেলায় অংশ নিচ্ছে অর্ধশতাধিক ই-কমার্স প্রতিষ্ঠান।

মেলার সমন্বয়ক আসিফ আহনাফ ডিসিনিউজকে জানান, মেলায় ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৬টি প্যাভিলিয়ন সহ মোট ৮০টি স্টলে বিশেষ ছাড় ও উপহারে নিজেদের পণ্য ও সেবার পসরা নিয়ে হাজির হচ্ছে দারাজ, আজকের ডিল, চালডাল, প্রিয়শপ, রকমারি, দিনরাত্রি, ই-পোস্ট, স্পিকলার , রেজিস্ট্রো, অর্গানিক অনলাইন, লেইসফিতা, ডিজিটাল হাব সলিউশনস লি:, স্পাইডার ডিজিটাল, আমার শপ, খাসফুড, সাজগোজ, ওয়ালেট মিক্স, ক্রিয়েটিভ আইটি, বইঘর, টিভিএস, সুন্দরবন, সিএক্সপ্রেস, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ডিবিবিএল, পাঠাও, পেপারফ্লাই, কাবলিওয়ালা, সিন্দাবাদ, বাগডুম, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, কমইঞ্জিন, বাংলাওয়েট্রেড, ট্রাক লাগবে, বিদ্যুৎ লি:, এপকম, সপারু, জেএমএস, ক্রাফট ভিশন এবং সিঙ্গারের মতো প্রতিষ্ঠান।

মেলা প্রাঙ্গনে প্রতিষ্ঠানগুলো পরিবেশিত পণ্যের ই-বিপণন ও সেবা প্রদর্শনীর পাশাপাশি সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিন ১৮ মে অনুষ্ঠিত হবে দুইটি সেমিনার। গ্রামীণ ই-কমার্স সেবা পৌঁছে দিতে ই-পোস্ট ডেলিভারি সেবা ও একশপের ভূমিকা শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে

১৮ মে সকাল সাড়ে নয়টায়। আর নারী উদ্যোক্তাদের ই -কমার্স সেবায় তথ্যআপা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে বেলা ১২টায়।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরবেন মেলার আয়োজক ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।