শিরোনাম :
ঢাকা ক্রেডিটের উপদেষ্টা যোসেফ কস্তার চির বিদায়
ডিসিনিউজ ॥ ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর উপদেষ্টা যোসেফ কস্তা চির বিদায় নিয়েছেন। ১৫ আগস্ট বার্ধক্যজনিত রোগে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৮৬ বছর।
সাভারের ধরেন্ডা ধর্মপল্লীর অধিবাসী যোসেফ কস্তা কর্মজীবনে নারিন্দার সেন্ট যোসেফস স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল ট্রেড এর একজন সুনামধন্য শিক্ষক হিসেবে সেবা দিয়েছেন। পাশাপাশি তিনি ছিলেন সমাজ কর্মে সক্রিয়। তিনি ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাক্তন প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাভার ইউনিয়ন শাখার প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট, সাভার ওয়াইএমসিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট, ধরেন্ডার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য, ধরেন্ডা পালকীয় পরিষদের প্রাক্তন সদস্যসহ বিভিন্ন সামাজিক কাজে তিনি সক্রিয়ভাবে সেবা দিয়েছেন। ধরেন্ডার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী জুলিয়েট তেরেজা কস্তা, পাঁচ ছেলে-মেয়ে: সেতু সিলভিয়া কস্তা, লিটু রোজ কস্তা, উজ্জ্বল ভিনসেন্ট কস্তা অপু, নিপু চার্লস কস্তা ও শিপু পরিমল কস্তাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
১৬ আগস্ট ধরেন্ডা গির্জায় যোসেফ কস্তার মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার পর গির্জার কবরস্থানে কবরস্থ করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন স্থানীয় পাল-পুরোহিত আলবার্ট টি. রোজারিও। তাঁর সামধীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে ধরেন্ডা পালকীয় পরিষদ, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা, সাভার ওয়াইএমসিএ, ন্যাশনাল ওয়াইএমসিএ, ধরেন্ডা মিশন তরুণ সংঘ, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ।
প্রয়াত যোসেফ কস্তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আওয়াল, ধরেন্ডা পালকীয় পরিষদের ভাইস-প্রেসিডেন্ট বিলাস বি গমেজ, সেক্রেটারি আগষ্টিন প্রতাপ গমেজ, ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট লরেন্স রোজারিও, বর্তমান সেক্রেটারি জুয়েল সিরিল কস্তা, সাভার ওয়াইএমসিএ’র প্রাক্তন সভাপতি ও জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদক রেভা. অনিরুদ্ধ দাশ দীপক। এ ছাড়া তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যোসেফ কস্তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের সম্মানীত উপদেষ্টা যোসেফ কস্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা। সমাজে অবদান রাখার জন্য তাঁর কথা মানুষ অনেক দিন মনে রাখবে। তাঁর অবদানের প্রতি জানাই শ্রদ্ধা।’
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া যোসেফ কস্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেছেন, ‘মি. যোসেফ কস্তা জীবিতকালে খ্রীষ্টান এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থেকে সমাজের জন্য কাজ করেছেন। সমাজকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সব সময় নতুন ও তরুণ নেতৃত্বকে অনুপ্রাণীত ও উৎসাহিত করেছেন।’