ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ক্রেডিটের কর্মী তুষার রোজারিওর বাবা জেমস রোজারিওর মৃত্যু

ঢাকা ক্রেডিটের কর্মী তুষার রোজারিওর বাবা জেমস রোজারিওর মৃত্যু

0
713

ডিসিনিউজ, ঢাকা
ঢাকা ক্রেডিট পরিচালিত সমবায় বাজারের হিবাস রক্ষক তুষার রোজারিওর বাবা জেমস রোজারিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
২৩ জুলাই, ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে রাত ১১:১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে জেমস রোজারিওর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি ঢাকায় একটি বাইং হাউজে চাকরি করতেন।
জেমস রোজারিওর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, সমবায়বাজারের ইনচার্জ মিন্টু কুন্দারসহ কয়েকজন কর্মী গাজীপুরের নাগরীতে জেমস রোজারিওর মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেন এবং ও শোকার্তর পরিবারের প্রতি সমবেদনা জানান।
নাগরী ধর্মপল্লীর ধনুন গ্রামের অধিবাসী জেমস রোজারিও মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী স্বপ্না রোজারিও, ছেলে তুষার রোজারিও ও মেয়ে দশম শ্রেণি পড়ুয়া শ্রেয়া রোজারিও।