শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মী ম্যাথিউ সরকারের বাবার মৃত্যু
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের আইটিসি বিভাগের কর্মী ম্যাথিউ সরকারের বাবা লরেন্স অঞ্জন সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
৭ ফেব্রুয়ারি ভোর ৪টায় তিনি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিডে আক্রান্ত হওয়ার পর লাঞ্চে প্রদাহজনিত কারণে তাঁকে গত ২২ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। আইসিইউতে ভেন্টিলেশনের প্রয়োজনীয়তার কারণে তাঁকে ২ ফেব্রুয়ারি পিজি হাসপাতালে আনা হয় এবং আজ সকালেই সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বিকাল ৪টায় পুরান ঢাকার ওয়ারী কবরাস্থানে শেষকৃত্যানুষ্ঠানের পর তাঁকে সমাধিস্থ করা হবে।
১৯৫৬ সালের ২৬ মার্চ তিনি বরিশালের আগৈলঝারা থানার সুবিগারপাড়ে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিসিআইসিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর মিরপুরে পরিবার নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী দিপালী সরকার ও দুই ছেলে এবং এক মেয়ে রেখে যান।
তাঁর মৃত্যুতে ঢাকা ক্রেডিট পরিবার গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে।